অবতক খবর, মালদা: মোবাইলে মিসডকলে পরিচয় যুবকের সঙ্গে ধীরে ধীরে ভালোবাসা অবশেষে স্বামীর ঘর পরিত্যাগের চেষ্টার অভিযোগ গৃহবধূর বিরুদ্ধে। জানা গিয়েছে, মোবাইলে মিসড কল মারফৎ পরিচয় শান্তিপুরের এক গৃহবধূর সাথে, মালদার এক যুবকের। সেই মিসডকল এর পরিচয় থেকে ধীরে ধীরে গড়ে ওঠে ভালোবাসার সম্পর্ক, আর সেই ভালোবাসার টানে স্বামী ও ৪ সন্তানকে ছেড়ে বছর ২৪ এর গৃহবধূ পাড়ি দেয় মালদায়। সেই গৃহবধূ তার স্বামী ও আইনের চোখে ধুলো দেওয়ার জন্য স্বামীকে জানায় তার কিডন্যাপ হয়েছে এবং তাকে আটকে রেখে জোরজবরদস্তি করে দেহ ব্যবসায় নামানোর চেষ্টা চলছে। এটাই তার ভুল হয়।
এই খবর শুনে তার স্বামী যিনি পেশায় একজন ফুল ও বেল পাতা ব্যবসায়ী, শান্তিপুর থেকে মালদা ইংরেজবাজার থানায় চলে আসে। সেখানে এসে সে কিছুই বুঝতে পারছিলেন না। এমন অবস্থায় থানায় হিউম্যান রাইট প্রটেকশন কাউন্সিলের সভাপতি শুভদীপ সরকার সাথে দেখা হয়। সেই ব্যক্তির কাছে সমস্ত বিষয়ে জেনে আইসি ইংলিশ বাজার এর কাছে নিয়ে যান। আইসি ইংলিশ বাজার অমলেন্দু বিশ্বাস সমস্ত বিষয়টি শুনে তাহাদের সমস্ত টিম নিয়ে তৎপরতার সঙ্গে মহিলাটিকে উদ্ধারের ব্যবস্থা করেন। ঘন্টা দুয়েকের মধ্যে সেই মহিলাকে মালদা মকদুমপুর এর কামারপাড়া ঘাট এলাকায় অসিত দাস নামক এক যুবকের বাড়ি থেকে উদ্ধার করেন।