অবতক খবর , শিব শংকর , বালুরঘাট :- পােস্ট অফিস বন্ধের প্রতিবাদে তিওরে জাতীয় সড়ক অবরােধ, ক্ষুব্ধ জনতা । বন্ধ করে দেওয়া হচ্ছে তিওর পােস্ট অফিস । এমন জানতে পেরে মঙ্গলবার সকালে বালুরঘাট হিলি ৫১২ নম্বর জাতীয় সড়কের তিওরে রাস্তা অবরােধ করে বিক্ষোভ দেখালেন শতাধিক স্থানীয় বাসিন্দারা ।
পথ অবরােধের জেরে জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে । জানা গিয়েছে , হিলি ব্লকের তিওরে রয়েছে পােস্ট অফিস দীর্ঘদিন ধরে । এই পােস্ট অফিসটি বন্ধ করতে চলেছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ । বিষয়টি এদিন জানতে পেরেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা ।
স্থানিয় বাসিন্দাদের অভিযোগ প্রায় বৃটিশ দের সময় তিওড় এলাকায় তৈরী হয়েছিল এখানে পোষ্ট অফিস।হটাৎ করে এলাকাবাসিরা দেখতে পায় অফিস আর খুলছে না,পরিষেবাও পাচ্ছেনা স্থানিয়রা। খোজ নিয়ে তারা জানতে পারে সেখান থেকে পোষ্ট অফিস তুলে নিয়ে অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে।
পোস্ট অফিস স্থানান্তর না করার দাবীতে হিলি বালুরঘাট ৫১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয়রা ।স্থানীয়দের দাবী অবিলম্বে পোস্ট অফিস খুলে পরিষেবা দিতে হবে।।