অবতক খবর, সংবাদদাতা ,কুলপি:- আগামী বিধানসভা নির্বাচনের আগেই কুলপি বিধানসভা কেন্দ্রে, যেভাবে গোষ্ঠী কোন্দল মাথাচাড়া দিয়ে উঠেছে , তা নিয়ে চিন্তিত পিকের আইপ্যাক টিম l শুক্রবার দুপুরে আই প্যাক টিম আলাদা আলাদা ভাবে ২৪ পরগনা জেলা পরিষদের সহকারি সভাধিপতি পূর্ণিমা হাজারী নস্করের টিমের সাথে বৈঠক করেন l এদিকে বিধায়ক যোগ রঞ্জন হালদারের সাথে বৈঠক করেন আইপ্যাক টিম l প্রথম পর্বের বৈঠকে দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি পূর্ণিমা হাজারীর টিমে হাজির ছিলেন , দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদ সদস্য নিরঞ্জন মাঝি, কুলপি পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি কবিতা হালদার, কামারচক গ্রাম পঞ্চায়েতের বর্তমান সদস্য নুর হাবিব পুরকাইত, কেওড়াতলা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান সত্যেন অধিকারী, কুল্পি ব্লক তৃণমূল যুব সভাপতি তারকনাথ প্রামানিক, করঞ্জলি গ্রাম পঞ্চায়েত সদস্য ও যুধিষ্ঠির হালদার, রামনগর গাজীপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রদ্যুৎ মন্ডল l এদিন বিকেলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রামনগর গাজীপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রদ্যুৎ মন্ডল বলেন, প্রাক্তন এবং বর্তমান কয়েকজন সদস্য কে বাদ দিয়ে দলীয় বিধায়ক উন্নয়নমূলক কাজে ব্রতী হয়েছেন l আমাদেরকে কোনোভাবেই ডাকছেন না l
আমাদের যে সমস্ত কর্মসূচি আছে , সেই সমস্ত কর্মসূচিকে বানচাল করেছেন l আমরা জেলাকে বিভিন্ন সময়ে রিপোর্ট করেছি। জেলা কোনভাবে আমাদের সে সমস্ত সমস্যার সমাধান করতে পারেনি l দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদ সদস্য নিরঞ্জন মাঝি আইপ্যাক টিমের কাছে দাবি করেন, আমাদের বিধায়ক মাত্র দুই জনকে নিয়েই চলাফেরা করছেন l তাদের কথা মতো কর্মসূচি নিচ্ছেন,তারা ডাকতে বললে তবেই ডাকছেন l আমরা এলাকায় কোন কাজকর্ম করতে পারছিনা l পেশিশক্তি বাহুবল দিয়ে আমাদের কর্মসূচিকে আটকানো হচ্ছে l তারাতলা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান সত্যেন অধিকারী তিনি দাবি করেন, গত পঞ্চায়েত নির্বাচনে আমাকে কোন ভাবে টিকিট দেয়া হয়নি l আমি এখন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি l কুল্পি ব্লক তৃণমূল যুব কংগ্রেস সভাপতি দাবি করেছেন, যুবশক্তি জীবন যোদ্ধা থাকা সত্ত্বেও, প্যারালাল যুবশক্তি তৈরি করছেন l পুরোপুরি সাংসদ অভিষেক ব্যানার্জীর নির্দেশ অমান্য করে চলছেন l বিভিন্ন সংবাদমাধ্যম মিডিয়াতে সেগুলো প্রচার চলছে l সমস্ত কিছুই আই প্যাকের লোকজন লিপিবদ্ধ করেন l এদিকে কুলপি বিধায়ক যোগ রঞ্জন হালদারের সাথে আই প্যাকের লোকজন বৈঠক করেন , কুলপি তৃণমূল কংগ্রেস পার্টি অফিসে l সেখানেও দলের বিক্ষুব্ধ নেতাদের অভিযোগের কোন সদুত্তর ঠিকমতো দিতে পারেননি l