আজ সকালে এক পিতাকে প্রণাম জানিয়ে কয়েকটি লাইন লিখি

পিতা
তমাল সাহা

যে পিতা
পুত্রের মৃতদেহ সামনে রেখে বলেন
আমি চাইনা
আর একটি প্রজন্ম এভাবে খুন হয়ে যাক
যে পিতা
এই কোতলখানা দেখে সাহসী প্রত্যয়ী কণ্ঠে বলেন
আমি ইনসাফ চাই
মৃত্যুর কোনো জাত ধর্ম নেই

যে পিতা
রাষ্ট্রীয় মাস্তানির বিরুদ্ধে সোচ্চার
শোকস্তব্ধ পাথরচাপা বুককে অগ্রাহ্য করে
সার্বজনীন প্রতিবাদে উদ্বুদ্ধ করেন
যে পিতা
অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে হাঁটেন
যে পিতা
রাষ্ট্রের চোখে চোখ রেখে কথা বলতে শেখান

সে পিতা বুড়ো মানুষ নয়,
তিনি এক চেতনাময় বৃদ্ধ
তিনি একটি মহান বোধিবৃক্ষ
তার নিচে আশ্রয় নেওয়া যায়
তিনি বাতাসের মতো বিস্তীর্ণ হয়ে পড়েন
তিনি আমাদের পালন করেন

এসো আমরা তাকে
প্রণাম জানাই সেলাম জানাই