অবতক খবর,১৭ অক্টোবর: পুজো মিটতেই উত্তপ্ত হয়ে উঠল বাসন্তী। তৃণমূল বিজেপি সংঘর্ষে এলাকায় বোমা ও গুলি চালানোর অভিযোগ। ঘটনা ঘিরে এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার বাসন্তী থানা 2 নম্বর সোনাখালি এলাকায়।

ঘটনা সূত্রে জানা যায় , পঞ্চায়েত নির্বাচনের সময় পুরনো বিবাদকে কেন্দ্র করে এই গন্ডগোলের সূত্রপাত। বুধবার সন্ধ্যায় সেই বিবাদ চরমে ওঠে। এলাকায় তৃণমূল বিজেপির সংঘর্ষে গুলি ও বোমা চালানোর অভিযোগ। অভিযোগ ওঠে স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট উত্তেজনা ছড়ায়। এই ঘটনায় কেউ আহত হয়নি এমনটাই এলাকাবাসী সূত্রে জানা যায় ।ঘটনাস্থলে পৌঁছায় বাসন্তী থানা পুলিশ। এই ঘটনায় তৃণমূলের পঞ্চায়েত সদস্য দেবাশিস মন্ডল ও বিজেপি নেতা মিঠুন মন্ডলকে আটক করে তদন্তে বাসন্তী থানা পুলিশ। এ বিষয়ে বাসন্তী বিধায়ক শ্যামল মন্ডল সমস্ত ঘটনা অস্বীকার করে বলেন পারিবারিক ব্যাপার। এর সঙ্গে কোন রাজনৈতিক যোগ নেই।