অবতক খবর ,সানওয়ার হোসেন, মথুরাপুর :- বিশ্ব মহামারী করোনা ভাইরাস এর জেরে সারাদেশে লকডাউন এর ফলে অর্থসংকটে অসহায় হয়ে পড়েছে বহু মানুষ। বিশেষ করে দিন আনা দিন খাওয়া পরিবারগুলো। বাঙালির শ্রেষ্ঠ দুর্গোৎসবে তাদের দুঃখের শেষ নেই। এই পুজোর প্রাক্কালে সেই সমস্ত পরিবারের শিশুদের মুখে একটু হাসি ফোটাতে উদ্যোগী হলেন মথুরাপুর থানার ভারপ্রাপ্ত আধিকারি গৌতম সাহা। এদিন মথুরাপুর থানা প্রাঙ্গণে প্রায় আড়াইশো জন অসহায় শিশুদের পোশাক বিতরণ করা হয়।
এই কর্মসূচিতে এক মানবিকতা দেখালেন সাগরদ্বীপের জে.সি মেমোরিয়াল ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালক অতনু মন্ডল। তিনি তার জন্মদিন পালন না করে, মথুরাপুর থানার এই কর্মসূচিতে সহযোগিতা করেন এবং অসহায় শিশুদের পাশে দাঁড়ান।
এদিন উপস্থিত ছিলেন মথুরাপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক গৌতম সাহা, শক্তি বাহিনীর কর্মকর্তা নিশিকান্ত, জগদীশ চন্দ্র মেমোরিয়াল ইন্টারন্যাশনাল স্কুলের কর্ণধার অতনু মন্ডল, মথুরাপুর এক নম্বর ব্লকের সহ-সভাপতি মুনমুন দাস, কাদম্বিনী মহিলা মহাবিদ্যালয় এর দিরেক্টর প্রিন্সিপাল ডক্টর তপন কুমার বেরা, কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলের প্রধান শিক্ষক চন্দন কুমার মাইতি সহ মথুরাপুর থানার পুলিশকর্মী ও সিভিক ভলেন্টিয়ারসরা। মথুরাপুর থানা আধিকারিক গৌতম সাহা এবং অতনু বাবুকে ধন্যবাদ জানায় ও দীর্ঘায়ু কামনা করেন এই অসহায় পরিবার গুলো।