অবতক খবর,৯ অক্টোবর: মায়ের আগমনে হাসি ফুটেছে সকলের মুখে। অন্যদিকে সকলের মুখে হাসি ফোটাতে সদা তৎপর বীজপুরের প্রাণবন্ত বিধায়ক সুবোধ অধিকারী এবং তাঁর ভাই প্রাণোচ্ছ্বল যুব নেতা কমল অধিকারী।
বীজপুরে এতদিন বহু নেতাকেই দেখা গেছে স্টেজ করে, মাইকে প্রচার করে,বাড়ির বাইরে ভিড় করে বস্ত্র বিতরণ করেছেন। তাও হাতেগোনা কয়েকজনকে।
তবে এই প্রথম কোন জনদরদী নেতাকে দেখা গেল যিনি বীজপুরের গ্ৰাউন্ড লেভেলের কর্মী থেকে শুরু করে বুথ কর্মী, সমস্ত মহিলা কর্মীদের ডেকে পুজোর উপহার হিসেবে বস্ত্র তুলে দিচ্ছেন এবং মিষ্টি মুখ করিয়ে তাদের মুখে হাসি ফোটাচ্ছেন। কোনরকম রং,ধর্ম,বর্ণ না দেখে তিনি যেভাবে সকলের পাশে দাঁড়ালেন তাতেই খুশি সকল কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষেরা।
এ প্রসঙ্গে কর্মীরা বলেন,”এই প্রথম এমন একজন নেতাকে দেখলাম যিনি নিচু স্তরের কর্মী এবং সাধারণ মানুষের মুখে হাসি ফোটাতে এতকিছু করলেন। এতদিন আমরা দেখে এসেছি নেতারা অন্যান্য নেতাদের পুজোর উপহার পাঠাচ্ছেন। কিন্তু এই প্রথম বীজপুরে এমন একজন নেতাকে দেখলাম যিনি কর্মী তথা সাধারণ মানুষকে ডেকে ডেকে পুজোর উপহার দিচ্ছেন। আর কি চাই! এমন নেতাই তো আমাদের দরকার। সুবোধ অধিকারী যেন এইভাবেই চিরকাল বিধায়ক রূপে এবং আমাদের জননেতা রূপে হৃদয়ে থাকেন।”