অবতক খবর, রাজীব মুখার্জী, হাওড়া :: আর কয়েক দিন পরেই পুজো। প্রাক পুজোর মধ্যে এই করোনা আবহে দরিদ্র ও প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটাতে তাঁদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়ার পরিকল্পনা করল হাওড়ার রামকৃষ্ণ স্বামীজী স্মৃতি সংঘ ক্লাব। দুর্গাপুজোর খরচ কমিয়ে আড়াই টন চাল, ১২ বাক্স তেল, দুই বস্তা ডাল বেলুড় রামকৃষ্ণ মিশনের হাতে তুলে দেওয়া হল। ক্লাবের পক্ষে সমবায় মন্ত্রী অরূপ রায়, ক্লাবের কর্ণধার সত্যব্রত সামন্ত ও বালি কেন্দ্র ক্লাব সমন্বয় সমিতির কর্ণধার ভাস্কর গোপাল চট্টোপাধ্যায়।

মন্ত্রী অরূপ রায় বলেন, হাওড়া রামকৃষ্ণ স্বামীজী স্মৃতি সংঘ এবারে কোভিড পরিস্থিতিতে পুজোর আড়ম্বর কমিয়ে বেলুড় মঠ কর্তৃপক্ষের হাতে কিছু খাদ্যসামগ্রী ও ত্রাণসামগ্রী আজ তুলে দিলেন গরিব মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। বেলুড় মঠ সারা বিশ্বেই আর্ত মানুষের সেবার কাজ করে থাকে। মা দূর্গার কাছে আমাদের সকলের প্রার্থনা আমরা যেন আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারি।

এবার কোভিড পরিস্থিতিতে পুজো একটু অন্যরকম। সরকারের স্বাস্থ্য দফতরের তরফ থেকে বলা হচ্ছে ভিড় এড়িয়ে চলুন। আমরাও সকলের কাছে অনুরোধ জানাচ্ছি পুজোয় ভিড় এড়িয়ে চলুন। মাস্ক ব্যবহার করুন।স্বাস্থ্য দফতরের নির্দেশ মেনে চলুন।