অবতক খবর , রাজীব মুখার্জী, হাওড়া :- সংস্থার কর্মচারীরা জানিয়েছেন গোটা রাজ্যে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার হাজারেরও বেশি এটিএম পরিষেবা দেন ৫ টি বেসরকারি সংস্থা । করনা পরিস্থিতি ও লকডাউনের কারণে এই সমস্ত এটিএম এর বিসিফট অর্থাৎ দুপুর দুটো থেকে রাত দশটা পর্যন্ত যারা কাজ করতেন ,তাদের সকলকে বসিয়ে দেবার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানি ।
তার ফলে হাজারেরও বেশি কর্মচারী ও তাদের পরিবার পড়বেন সমস্যা । ইতিমধ্যেই বেশ কয়েক মাস ধরে সকলের বেতন হচ্ছে না ঠিক সময়, এমনকি এ বছর পাওয়া যায়নি পুজোর বোনাসও, তার উপরে যদি এই পরিস্থিতিতে সকলে চাকরি খোয়ান সে ক্ষেত্রে সকলেই প্রাণে মারা যাবেন । তাই আজ তারা গোটা রাজ্যে এটিএম পরিষেবা ২৪ ঘণ্টার জন্য বন্ধ রেখেছেন ।
কোম্পানি যদি এতে কর্ণপাত না করেন তাহলে তারা ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনে যাবেন বলে জানিয়েছেন , সংগঠনের সদস্য সুজয় দাস অভিযোগ করে বলেন তারা মাসের মাইনে মাসে পান না। পুজোর মুখে কোনো বোনাস দেওয়ারও উদ্যোগ নেই ব্যাংক কর্তৃপক্ষের। উল্টে এখন একটা শিফট তুলে দেওয়ার জন্য প্রায় ১ হাজার কর্মীর চাকরি চলে যাবে ও ছাঁটাই হবে। এই মুহূর্তে তারা চরম বিপদের মুখে এসে দাঁড়িয়েছে। তাই অবিলম্বে যদি এই সিদ্ধান্ত না বদল করে কর্তৃপক্ষ। তাহলে পুজোর পরেই তারা আরও বৃহত্তর আন্দোলন করবেন।