অবতক খবর , জলপাইগুড়ি, ০২ অক্টোবর :    জাতির জনক মহত্মাগান্ধীর ১৫১ তম জন্মদিবস পালিত হল জলপাইগুড়িতে। জলপাইগুড়ি শহরের গান্ধী মোড়ে গান্ধীজির মূর্তিতে ফুল-মালা দিয়ে গান্ধী জয়ন্তী পালন করা হলো জলপাইগুড়ি পুরসভার প্রশাসক বোর্ডের পক্ষ থেকে।

শুক্রবার সকালে জলপাইগুড়ি পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারপার্সন পাপিয়া পাল ও অন্যান্য সদস্যরা মহাত্মা গান্ধীর মূর্তিতে ফুল দিয়ে ১৫১ তম জন্মদিবসে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। পুরসভার পাশাপাশি জেলা কংগ্রেসের পক্ষ থেকেও গান্ধী মূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধার্ঘ অর্পণের মাধ্যেম গান্ধী-জন্মজয়ন্তী পালন করা হয়। জলপাইগুড়ি জেলা কংগ্রেস সভাপতি নির্মল ঘোষ দোস্তিদার সহ বিভিন্ন কংগ্রেস নেতারা এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।