অবতক খবর ,মালদা: বরযাত্রী পুলকার ও বাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত বাইক চালক। পুলিশ জানায় মৃত বাইক চালকের নাম রাজা আলী(২৫), হরিশ্চন্দ্রপুর থানার তুলশিহাটা জিপির পারো গ্রামের বাসিন্দা।
শনিবার সকালে ৮১ নং জাতীয় সড়কের চাঁচল বিএড কলেজের সংলগ্নে ঘটনাটি ঘটে বলে খবর। এনিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানান, হরিশ্চন্দ্রপুর থেকে চাঁচলের দিকে বাইকটি আসছিল। তারই অভিমুখে বরযাত্রীর বরের গাড়িটির সাথে মুখোমুখি সংঘর্ষ হলে বাইক চালক ছিটকে পরে। আবারোও পিছনে বরযাত্রীর বোলেরো গাড়ি বাইক চালকের উপর দিয়ে পিষে চলে যায় বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
তক্ষনাৎ স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসলে গুরুতর আহত অবস্থায় বাইক চালককে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষনা করে। জানা যায় মৃত রাজার বাবা ভাঙরীর ব্যবসায় লিপ্ত রয়েছে। এদিন সকালের চাঁচলে একটি গোডাউনে পেমেন্ট নিতে আসতেই এই ঘটনা ঘটে। তবে রাজা ভিন রাজ্যে শ্রমিকের কাজ করতো। কয়েকদিন হলো বাড়ি ফিরে, বাবার ব্যবসায় সাহায্য করতেন নিহত যুবক। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গ্রামে।
পুলিশ জানায় ঘাতক পুলকার ও বোলেরোটিকে চাঁচল পুলিশ আটক করেছে। তবে চালক পলাতক বলে খবর। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।