অবতক খবর,১১ আগস্ট,মালদা:-যারা দিন রাত এক করে কর্তব্যে অবিচল থাকছেন তাদের আবাসনের জরাজীর্ণ অবস্থার বেহাল দশা ফুটে উঠল ক্যামেরায়। ইংরেজবাজার থানার আবাসন ও পুলিশ লাইনের আবাসনের দুর্দশার কথা জানতে পেরে অবশেষে মুখ খুললেন জেলা পুলিশ সুপার অলোক রাজরিয়া।

সাধারন মানুষদের দায়িত্বে যারা দিন রাত লেগে রয়েছেন তাদের মধ্যে অন্যতম হল পুলিশ কর্মী। তারা দিন রাত এক করে পরিষেবা দিয়ে চলেছেন সাধারন মানুষকে। কিন্তু ইংরেজবাজার থানা ও পুলিশ লাইন এই দুই আবাসনকে ঘিরে ধরেছে গাছ, লতাপাতা। আবাসনের দেওয়ালে গজিয়ে উঠেছে নানান গাছ। যা ধিরে ধিরে ক্ষতি করছে আবাসনের। শুধু তাই নয় আবাসনের পলেস্টার খসে পড়ছে। কোথাও কোথাও দেওয়ালে ফাটল ধরেছে। এক কথায় বসবাসের অযোগ্য হয়ে পড়েছে এই দুই আবাসন। কিন্তু পুলিশ আবাসনের এই করুণ অবস্থার খোজ রাখেনি কেউ। যত দ্রুত সম্ভব মেরামতি করার প্রয়োজন রয়েছে তা আর বলার অপেক্ষা রাখেনা।

এই নিয়ে জেলা পুলিশ সুপার অলোক রাজরিয়াকে ধরা হলে তিনি জানান, মালদা জেলার অনেক থানা এলাকার আবাসন এখন জরাজীর্ণ অবস্থা। যদিও ইতিমধ্যে সেই সমস্ত জরাজীর্ণ আবাসনের মধ্যে প্রায় ৬০ শতাংশ আবাসনের মেরামতি ইতিমধ্যে হয়ে গেছে। বাকি ৪০ শতাংশের মেরামতির জন্য প্রপোজাল চলে গেছে। তবে তা দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি জানান।