অবতক খবর,২৬ মার্চ,মলয় দে,নদীয়া:- পণ্য বহনকারী ছোট গাড়ির ওপর এম বি আই ও পুলিশি অত্যাচারের প্রতিবাদে শনিবার টায়ার জ্বালিয়ে রানাঘাটে 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করল ছোট গাড়ির মালিক ও কর্মচারীরা। অভিযোগ যে সমস্ত ছোট গাড়ি পণ্য পরিবহন করে তাদের কাছ থেকে এম বি আই নানান ছলচাতুরি করে প্রচুর টাকা ফাইন করছে। তার সঙ্গে বিনা কারণে হুমকিও দেওয়া হচ্ছে এম বি আই এর পক্ষ থেকে। তার সঙ্গে আছে সিভিক ভলেন্টিয়ার দ্বারা পুলিশি অত্যাচার। এবং যখন তখন নানান উপায়ে টাকা নেওয়া তো হচ্ছেই।
এছাড়াও উপরি পাওনা হিসেবে জুটছে চরম হেনস্থা।এরই প্রতিবাদে নিজেদের রুটি রুজি বাঁচাতে রানাঘাটে টায়ার জ্বালিয়ে জাতীয় সড়ক অবরোধ করলো। পণ্য পরিবহনকারি ছোট গাড়ির মালিক, ড্রাইভার ও কর্মচারীরা। অবরোধকারীদের দাবি অবিলম্বে পুলিশের জুলুম ও অত্যাচার বন্ধ করতে হবে।এম বি আই ও পুলিশের জুলুম অত্যাচারের কারনে গত এক থেকে দেড় বছরে তাঁরা আর্থিক দিক দিয়ে চরম ক্ষতিগ্রস্ত। এরই প্রতিবাদে তারা বাধ্য হয়ে জাতীয় সড়ক অবরোধে সামিল হয়েছে।এদিনের অবরোধের প্রায় 500ছোট গাড়ির মালিক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।এই অবরোধ কর্মসূচি চলে প্রায় এক ঘন্টা।পড়ে পুলিশি হস্তক্ষেপে অবরোধ ওঠে।