অবতক খবর,২৪ ফেব্রুয়ারি: একের পর এক গ্রামে টোটো করে ঘুরছেন মীনাক্ষী মুখার্জি। অত্যাচারিতদের বাড়ি গিয়ে তাঁদের সঙ্গে কথা বলছেন। তাঁর সঙ্গে রয়েছেন DYFI-এর রাজ্য সভাপতি ধ্রুবজ্যোতি সাহা। সংবাদমাধ্যমের সামনেও বিশেষ কিছু বলতে চাইছেন না মীনাক্ষী। তিনি শুধু জানাচ্ছেন, কাজ করতে এসেছি। পরে সব জানাবো। সংবাদমাধ্যমকে তাঁর থেকে দূরত্ব বজায় রাখতেও বলেছেন তিনি। তিনি নিজে গ্রামবাসীদের থেকে সমস্ত অভিযোগ শুনবেন, এমনটাই জানা গেছে।ধৃত সিপিআইএম-এর প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারের বাড়িতেও গিয়েছেন মীনাক্ষীরা।
সন্দেশখালিতে সিপিআইএমের এরিয়া কমিটির একটি পার্টি অফিস ২০১৬ সাল থেকে বন্ধ হয়ে পড়ে ছিল। শনিবার সেই দফতর খুলছে আবার। মীনাক্ষীদের সেখানেও যাওয়ার কথা রয়েছে।তবে সন্দেশখালিতে পুলিশি বাধার মুখে পড়লেন মীনাক্ষী মুখার্জি সহ অন্যান্য বাম নেতৃত্ব। ১৪৪ ধারার কারণ দেখিয়ে সন্দেশখালিতেই মীনাক্ষীদের আটকে রেখেছে প্রশাসন। পাল্টা পুলিশকে তৃণমূলের ক্যাডার বলে আক্রমণ করেন বাম যুব নেত্রী।