অবতক খবর,৯ সেপ্টেম্বর: পুলিশের সাথে সাধারণ মানুষের সুম্পর্ক গড়ে তুলতে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর পুলিশ জেলার পক্ষ থেকে সংহতি ফুটবল প্রতিযোগিতা আয়োজন করা হয়।

সোমবার ফুটবল খেলার শুভ আরম্ভ হলো বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে।এদিন ইসলামপুর থানার সামনে থেকে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী দের নিয়ে সচেতনা মূলক মিছিল শুরু হয়ে ইসলামপুর তিস্তাপল্লী মাঠে এসে শেষ হয়।ফুটবল খেলায় উপস্থিত ছিলেন ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার জেবি থমাস, মহকুমা শাসক আব্দুল শাহিদ, অতিরিক্ত পুলিশ সুপার ডেনড্রুপ শেরপা, পুরসভার পুরপ্রধান কানাইয়ালাল আগরওয়াল,ইসলামপুরের বিধায়ক চৌধুরী আব্দুল করিম, ইসলামপুর থানার আইসি হীরক বিশ্বাস সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।

এদিন ফুটবলে লাথে মেরে খেলার সূচনা করেন উপস্থিত অতিথিরা।আগামী ২৬ শে সেপ্টেম্বর হবে ফাইনাল খেলা।
পুলিশ সুপার জবি থামাস জানান,ইসলামপুর পুলিশ জেলার তত্যাবধানে রয়েছে ৫ টি থানা।সেই সব থানার উদ্যোগে থানা পর্যায়ে প্রথমে ফুটবল টুর্নামেন্ট হয়।সেখানে যেসব দল গুলি জেতে এসেছে তারা এখানে অংশ গ্রহণ করবে।এদিন ফুলবল খেলা দেখতে খেলার মাঠে প্রচুর মানুষের সমাগম হয়।