অবতক হকবর, শিলিগুড়িঃ শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের মাটিগাড়া থানার পুলিশের অভিযান উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সামনে উদ্ধার ৩০৫ গ্রাম ব্রাউন সুগার। এই ঘটনায় উত্তর ২৪ পরগনার হিমাল গঞ্জের বাসিন্দা রবীন্দ্রনাথ মণ্ডলকে গ্রেপ্তার করেছে মাটিগাড়া থানার পুলিশ। শনিবার রাতে মাটিগাড়া থানার সাদা পোশাকের পুলিশ এর কাছে গোপন সূত্রে খবর আসে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের কাছে এফসিআই কার্যালয়ের সংলগ্ন এলাকায় এক ব্যক্তি ব্রাউন সুগার নিয়ে কাস্টমারের জন্য অপেক্ষারত।
গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে তৎক্ষণাৎ অভিযান চালায় মাটিগাড়া থানার সাদা পোশাকের পুলিশ বাহিনী। পুলিশের হাতে পাকড়াও হয় উত্তর ২৪ পরগনার বাসিন্দা রবীন্দ্রনাথ মন্ডল ওরফে রবি। মাটিগাড়া থানা পুলিশ সূত্রে জানা গিয়েছে সে হিমাল গঞ্জ এলাকার বাসিন্দা। কোথা থেকে ৩৫০ গ্রাম ব্রাউন সুগার অভিযুক্ত রবীন্দ্রনাথ মন্ডল সংগ্রহ করে বিক্রি করতে এসেছিল তার তদন্ত শুরু করেছে মাটিগাড়া থানার পুলিশ। পাশাপাশি এই ব্রাউন সুগার কোথায় পৌঁছে দেওয়ার চেষ্টা চালানো হচ্ছিল তারও তদন্ত শুরু করেছে মাটিগাড়া থানার সাদা পোশাকের পুলিশ বাহিনী। ধৃতকে রবিবার শিলিগুড়ি আদালতে তোলা হয়। উদ্ধার হওয়া ব্রাউন সুগার এর বাজারমূল্য কয়েক লক্ষ টাকা।