নিজস্ব প্রতিবেদক : অবতক খবর : পূর্ব বর্ধমান : কোভিড সংক্রমণের সময়ে রক্তের সঙ্কট কাটাতে এগিয়ে এলো পূর্ব বর্ধমানের আরো একটি সংস্থা। পূর্ব বর্ধমান জেলা স্কাউট এন্ড গাইডসসের উদ্যোগে এক রক্তদান শিবির আয়োজিত হল রামাশিস হিন্দি হাইস্কুলে। পঞ্চাশজন রক্তদাতা এখানে রক্ত দেন। রক্তদান করেন বেশ কয়েকজন মহিলাও।
এই উপলক্ষে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান থানার আই সি পিন্টু সাহা; ব্যবসায়ী সুরক্ষা সমিতির পক্ষে বিশ্বেশ্বর চৌধুরী ; দুর্গাপুজা সমন্বয় কমিটির রাজেশ সাউ; প্রাক্তন অধ্যক্ষ বিজয় চাঁদ; বর্ধমান ওয়েভ ও বর্ধমান সহযোদ্ধার প্রতিনিধিরা। অনুষ্ঠান পরিচালনা করেন আয়োজকদের পক্ষে জিতেন্দ্রনাথ চৌধুরী। এই উদ্যোগে সাহায্য করেছে রেয়াল ব্লাড ফাউন্ডেশন; ক্রেতা সুরক্ষা ও কল্যাণ কেন্দ্র প্রমুখ।
সংস্থার সম্পাদক সুকান্ত দাস জানান করোনা পরিস্থিতিতে সব বিধি মেনেই এই কর্মসূচি পালন করা হয়েছে। এই সময়ে রক্তদান শিবির কম আয়োজিত হচ্ছে। যারা ভ্যাক্সিন নিচ্ছেন তারাও বেশ কিছুদিন রক্ত দিতে পারছেন না। তাই রক্তের সঙ্কট কাটাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।