মনে পড়ে যুদ্ধের সেইদিন
চার সঙ্গী নিয়ে লড়েছিল বাঘা যতীন?
ইতিহাসের পাতায়
জন্মের চেয়ে মৃত্যু বড় হয়ে দাঁড়ায়!
পূর্বপুরুষ
তমাল সাহা
এই ভারতের মহামানবের পুণ্যতীর্থে
জাগোরে ধীরে—
তোমার কি মনে পড়ে
কি হয়েছিল সেদিন বুড়িবালামের তীরে?
দূর থেকে কারা দেখে
স্বপ্নের সেই মাভেরিক জাহাজ—
অস্ত্রবাহী জলযান
পেটের ভেতর লুকিয়ে আছে আগ্নেয় সন্তান।
তুলবে মুখোমুখি রণ-আওয়াজ
পাঁচে পঞ্চবাণ
মুক্তির উল্লাসে গাইবে অগ্নিক্ষরা গান
সে এক আলোড়িত সশস্ত্র অভ্যুত্থান।
যুদ্ধ তো হলই, যুদ্ধ ছিল অনিবার্য।
বাঘাযতীন বাঘ মেরেছিল
এবার জীবন দিয়ে লুফে নিল মৃত্যুর ঐশ্বর্য।
তোমার পূর্বপুরুষের রক্তে
বহমান ছিল যুদ্ধ—
ঐতিহ্যের অধিকার এখন তোমার হাতে
কি করবে এই দুর্যোগপূর্ণ রাতে
কত দেরি আর
যুদ্ধক্ষেত্রে যাবে, রণকৌশলে হবে সম্বৃদ্ধ?