আজ ২৫ মে। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন। এই আন্তর্জাতিক কবি কাঁচরাপাড়ায় পদার্পণ করেছিলেন ১৯৪২ সালে।
পূর্বাভাস
তমাল সাহা
কাল তোমার জন্মদিন বলে
আকাশ প্রস্তুতি নিয়েছে—
বুকে মজুদ করছে বারুদ।
কাল তোমার জন্মদিন বলে
পূর্বাভাস দিয়েছে হাওয়া দপ্তর
পূর্বাভাষে সতর্ক থাকতে বলেছে।
কাল তোমার জন্মদিন বলে
রুদ্রনৃত্যের অনুষঙ্গ হাতে নিয়েছে নটরাজ
রুদ্রমঙ্গল পাঞ্চজন্য সঞ্চয়ে রেখেছে।
কাল তোমার জন্মদিন বলে
ক্ষুধাতুর শিশু ও স্বরাজ-কি হবে আজ
প্রশ্ন উঠেছে বাতাসে।
কবি রণসাজে বিধ্বংসী উল্লাসে।
কাল তোমার জন্মদিন বলেই
পরাক্রমী ঝড় জাতের নামে বজ্জাতি দলনের করেছে অঙ্গীকার।
কাল তোমার জন্মদিন বলে
কারার ঐ লৌহ কপাটের প্রসঙ্গ উঠলো
প্রসঙ্গ উঠলো মন্দির ও মসজিদ–
ভেঙে কর চুরমার।
কাল তোমার জন্মদিন বলেই
গতিপথ-প্রকৃতি গোপন রাখছে
দুরন্ত দুর্বার টাইফুন।
কাল তোমার জন্মদিন বলেই
ঘূর্ণিঝড় ধেয়ে আসছে বিক্রমে
ঈশান কোণে জড়ো অশনি-আগুন।
কাল তোমার জন্মদিন বলেই
কুলি ও মজুরকে জানানো হয়েছে আমন্ত্রণ
তুমি নিজেই করবে ঘোষণা–
আমি কবি হতে আসিনি
আমার নিশানা বিদ্রোহের সূচনা।