পেট ও পেটো
তমাল সাহা

পেট আর পেটোর
মধ্যে কতটুকু তফাত?
পেট চায় ভাত
পেটো খেলেই
খিদে কুপোকাত।

পেটো খেলে খিদে মরে যায় কেন?
পেটোর ভেতর এমন কী আছে
তা কী তোমরা জানো?

খিদে একদম মরে গেছে।
ঐ দেখো রামবাবু ও ধর্মবীর–
দুই ফুচকাওয়ালার পড়ে আছে লাশ।
কোমরের চওড়া বেল্টে
পিতলের অশোক স্তম্ভ আঁকা
হাতে পিস্তল
পুলিশ দাঁড়িয়ে আশপাশ।
রক্তে ভাসা নিথর দেহ দুটি
পড়ে আছে কাঁকিনাড়ায়।
বোমা-পিস্তল হাতে দুই পক্ষ
১৪৪ ধারা তুড়ি মেরে দৌড়ায়।

রাম ও ধর্ম
এখন এই দুটোরই বাজার।
মৃত্যু এদেরও দিল না কোনো ছাড়।

দাঙ্গায় মরে না,মরেওনি কোনোদিন
কোনো পুলিশ বা নেতা!
যারা অসহায় দিল প্রাণ
তাদের জন্য ইতিহাসে
লেখা থাকবে কি এক পাতা?