অবতক খবর,২ ফেব্রুয়ারি: ভোটের দিন যত এগিয়ে আসছে ততই আতঙ্ক বাড়ছে নেতাদের। আর কয়েকদিন পরেই পৌরসভার নির্বাচন।কারা হবেন প্রার্থী? কারা পাবেন টিকিট,আর কারা পাবেন না? এই প্রশ্নই এখন চারিদিকে ঘুরপাক খাচ্ছে। এই প্রশ্নের উত্তর দিতে পারছেন না কেউই।

এর আগের নির্বাচনগুলিতে সমীক্ষা করে মোটামুটি আন্দাজ করা যেত যে,এই এই লোক টিকিট পাবে। কিন্তু এবারে খুব কড়াকড়ি এমনকি মিরাকেলও হয়ে যেতে পারে। যার নাম উঠে আসছে তিনি নাও পেতে পারেন টিকিট। অথবা যাকে টিকিট পাওয়ার যোগ্য বলে মনেই হচ্ছে না, মিরাকেল ঘটে হয়তো তিনি ও টিকিট পেতে পারেন।

দেখা যাচ্ছে, অনেক নেতাই বিভিন্ন জায়গায় ফোন করতে শুরু করে দিয়েছেন। কিন্তু কে টিকিট পাবেন আর কে পাবেন না, এই প্রশ্নের উত্তর কেউই দিতে পারছেন না। কারণ এই প্রশ্নের উত্তর নেই কারোর কাছে। এবারের প্রার্থী তালিকা নিয়ে রহস্যময়তা তৈরি হয়েছে।

সূত্রের খবর,অনেক সার্ভে করার পর প্রার্থী তালিকা তৈরি করা হয়েছে। একটি ওয়ার্ড থেকে তিনজনের নামে সার্ভে করা হয়েছে।

প্রথমত, যিনি ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তথা বর্তমানে কো-অর্ডিনেটর।

দ্বিতীয়ত, ওয়ার্ডের সুখ্যাত রাজনৈতিক ব্যক্তিত্ব।

তৃতীয়ত, ওয়ার্ডের সুখ্যাত কার্যকর্তা, যিনি সর্বদা সামাজিক কাজকর্ম করেন, মানুষের কথা ভাবেন মানুষের পাশে থাকেন।

এক একটি ওয়ার্ড থেকে এইরকম তিনজনের নাম নেওয়া হয়েছে। অন্যদিকে এই সার্ভে এমনভাবে হয়েছে যা কেউ টেরই পায়নি। সকলেই আশ্চর্য এবং আতঙ্কে ভুগছেন।

কেউ কেউ বলছেন দীর্ঘ বছর ধরে রাজনীতি করছি। টিকিট যদি না পাই তা অত্যন্ত অপমানজনক।

আবার কেউ বলছেন,দলের হয়ে লড়াই করতে গিয়ে মার পর্যন্ত খেয়েছি নির্বাচনের সময়। এমনকি পরিবারের সকলেই বলেছেন রাজনীতি ছেড়ে দাও। কিন্তু পরিবারের বিরুদ্ধে গিয়ে আওয়ামী রাজনীতি ছাড়িনি।

কেউ বলছেন,ব্যবসা ছেড়ে দিলাম এই রাজনীতির জন্য। আবার কেউ বলছেন, আমি তো সব সময় দাদার সঙ্গেই ছিলাম। আমি যদি টিকিট না পাই তবে কি করব।

সকলেই যে যার কথা ভেবে চলেছে।

কিন্তু এই বিষয়টি নিয়ে যখন আমরা রাজ্য নেতা, জেলা নেতাদের এবং স্থানীয় বিধায়কদের সঙ্গে কথা বলি। তাঁরা বলেন, এবার প্রার্থী তালিকা অত্যন্ত গোপনীয় রয়েছে। কেউ নিশ্চিত ভাবে বলতে পারবেন না যে, তিনিই টিকিট পাবেন।

এই প্রার্থী তালিকা নিয়ে কেউই মুখ খুলতে চাইলেন না।

তবে দেখা যাক,আর দুই একদিনের মধ্যেই প্রার্থী তালিকা ঘোষণা করা হবে।

সূত্রের খবর,বীজপুরের দুবারের প্রাক্তন বিধায়ক শুভ্রাংশু রায়, তৃণমূলের হয়ে কাঁচরাপাড়া ৬ নং ওয়ার্ডের প্রার্থী হবেন। এখন তাঁর বাড়ির সামনে ভিড় জমতে শুরু করেছে। তবে শুভ্রাংশু রায় যদি ভোটের দাঁড়ান তবে বীজপুরে রাজনীতি আগামী দিনে কিভাবে এগোবে সেইদিকেও নজর রাখবে অবতক।