অবতক খবর,২৩ মার্চঃ পৌর বোর্ডের এক বছর পূর্ণ হওয়ায় আজ অনুষ্ঠানের আয়োজন করা হয় পৌরসভার মিটিং হলে।নবনির্মিত পৌরসভার মিটিং হল উদ্বোধন করেন পৌরপিতা কানাইয়া লাল আগরওয়াল। ডেপুটি ম্যাজিস্ট্রেট পৌরসভার এক্সিকিউটিভ অফিসার ইসলাম সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।ফিতা কেটে মিটিং হলে শুভ উদ্বোধন করেন পৌরপিতা।
কানহাইয়া লাল আগরওয়াল বলেন ইসলামপুর শহরে ঢোকার জন্য দুদিকে দুটি গেট নির্মাণের নকশা তৈরি হয়েছে তাকে ডিপিআর করার জন্য পাঠানো হবে।আনুমানিক তিন কোটি টাকা খরচ হতে পারে বলে ধরা হচ্ছে।অন্যদিকে তিনি আজ বলেন পৌরসভার বিভিন্ন দিকে কাজ করছে শহরকে পরিচ্ছন্ন ও সৌন্দর্যায়নের লক্ষ্য দেওয়া হচ্ছে। অপরদিকে ডেপুটি ম্যাজিস্ট্রেট ও এক্সিকিউটিভ অফিসার আরিকুল ইসলাম বলেন পৌরসভার আয় বাড়াতে বাড়ি বাড়ি যে ওয়েস্ট কালেকশন হচ্ছে তার জন্য দশ টাকা করে ধার্য করা হতে পারে। অপরদিকে পৌরসভার বিভিন্ন যে লজ রয়েছে তাতেও কিছু ভাড়া বাড়ানো হতে পারে। পৌরসভার বিভিন্ন রকম কাজ চলছে।