অবতক খবর,১২ ফেব্রুয়ারি: পৌরভোটের আগে গারুলিয়ায় বিজেপিতে বড় ভাঙ্গন । সুনীল সিং এর পুত্র এবং অর্জুন সিং এর এর দুই আত্মীয়ের বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করার সম্ভাবনা । আজ মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে ব্যারাকপুর প্রশাসনিক ভবনের এসে গারুলিয়া পৌরসভার নির্বাচনে বিজেপি প্রার্থী হিসাবে ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং এর আত্মীয় সৌরভ সিং, সুনীল সিং এবং সুনীল সিং এর পুত্র আদিত্য সিংহ তিনজন বিজেপি থেকে নমিনেশন প্রত্যাহার করল।
বিজেপি দলের অসন্তোষের কারনেই এই মনোনয়ন প্রত্যাহার বলে জানান তারা। এদিন প্রশাসনিক ভবনে উপস্থিত ছিলেন বন মন্ত্রী তথা উত্তর 24 পরগনা জেলা তৃণমূল কংগ্রেসের অর্ডিনেটর জ্যোতিপ্রিয় মল্লিক, ব্যারাকপুর দমদম সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি পার্থ ভৌমিক সহ একাধিক তৃণমূল নেতৃত্ব ।