অবতক খবর,২ অক্টোবর: ২০২২-এ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষা হবে হোম সেন্টারে। এবার প্রকাশিত হলো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার সূচি।
মাধ্যমিক পরীক্ষার সূচি-
*৭ মার্চ-প্রথম ভাষা
*৮ মার্চ-দ্বিতীয় ভাষা
*৯ মার্চ-ভূগোল
*১১ মার্চ-ইতিহাস
*১২ মার্চ-জীবন বিজ্ঞান
*১৪ মার্চ-অংক
*১৫ মার্চ-ভৌত বিজ্ঞান
*১৬ মার্চ-ঐচ্ছিক বিষয়।
উচ্চ মাধ্যমিক সূচি-
*২ এপ্রিল-প্রথম ভাষা
*৪ এপ্রিল-দ্বিতীয় ভাষা
*৫ এপ্রিল-বৃত্তিমূলক বিষয়
*৬ এপ্রিল-জীব বিদ্যা, বিজনেস স্টাডিজ, রাষ্ট্রবিজ্ঞান
*৮ এপ্রিল-গণিত, মনোবিজ্ঞান, নৃতত্ত্ব, কৃষিবিদ্যা, ইতিহাস
*৯ এপ্রিল-কম্পিউটার সায়েন্স, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, পরিবেশ বিদ্যা, স্বাস্থ্য ও শারীরশিক্ষা, সংগীত দৃশ্যকলা
*১১ এপ্রিল-পদার্থবিদ্যা, পুষ্টিবিদ্যা, একাউন্টান্সি
*১৩ এপ্রিল-কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিজ অব অডিটিং
*১৬ এপ্রিল-রসায়ন, সাংবাদিকতা, সংস্কৃত, পারসিক,আরবি, ফরাসি
*১৮ এপ্রিল-রাশিবিজ্ঞান, ভূগোল, কস্ট অ্যান্ড ট্যাক্সেশন, হোম ম্যানেজমেন্ট এন্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট
*২০ এপ্রিল-অর্থনীতি।