নিজস্বসংবাদদাতা ::অবতাক খবর ::মুম্বাই ::২০ই জানুয়ারী ::সম্প্রতি ৩১ বছর বয়সী পরিণীতি চোপড়া শেষ করেছেন ‘গার্ল অন দ্য ট্রেন’–এর শুটিং। চলছে ব্যাডমিন্টন খেলোয়াড় সাইনা নেওয়ালের ওপর নির্মিত বায়োগ্রাফিক্যাল স্পোর্টস ড্রামা ‘সাইনা’র শুটিং। সেখানে সাইনা চরিত্রে দেখা দেবেন পরিণীতি। সম্প্রতি প্রথম ভারতীয় নারী হিসেবে অস্ট্রেলিয়ার পর্যটনশিল্পের বিকাশে পরিচালিত একটি বিশেষ প্রোগ্রামের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন।
প্রোগ্রামটির নাম ‘অস্ট্রেলিয়ার বন্ধু’।দায়িত্ব নিয়েই পরিণীতি চোপড়া নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে কয়েকটি ছবি প্রকাশ করেছেন। সম্প্রতি অস্ট্রেলিয়া সফরে গিয়েছিলেন এই অভিনয়শিল্পী। ছবিগুলো তখন তোলা। তিনি দক্ষিণ অস্ট্রেলিয়ায় অগ্নিকাণ্ডের ভয়াবহতার বিষয়ে মানুষকে সচেতন করার উদ্দেশ্যে এই ছবিগুলো পোস্ট করেন।
দক্ষিণ অস্ট্রেলিয়ার ভয়াবহ দাবানল, আগুন আর প্রাণীদের মৃত্যুর ছবিগুলো ইতিমধ্যে ভাইরাল হয়ে ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে। যদিও শুক্রবারের বৃষ্টিতে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। ৫ জানুয়ারি পর্যন্ত নিউ সাউথ ওয়েলস ও ভিক্টোরিয়াজুড়ে ১ হাজার ২০০ ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে।
পরিণীতি চোপড়া ছবিগুলো শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘আমার মনে হচ্ছে, এই তো গতকালের কথা। আমি এই ছোট্ট বাচ্চাগুলোর সঙ্গে ছিলাম। পর্যটন প্রতিনিধি হিসেবে আমি প্রায়ই অস্ট্রেলিয়া ভ্রমণ করি। এটা আমার চোখে পৃথিবীর সবচেয়ে সুন্দর দেশ। কিন্তু সেখানে যা হচ্ছে, তা ভয়ংকর দুঃস্বপ্নেও ভাবা যায় না।
জলবায়ু পরিবর্তনই এর জন্য দায়ী। এর জন্য দায়ী আমরা। আমাদের এখনো অনেক কিছু করার আছে।’অন্তত ১৭ জন। আর কত প্রাণীর যে জীবনহানি ঘটেছে, তার হিসাব নেই। ২৭ ডিসেম্বর থেকে অস্ট্রেলিয়ার বিভিন্ন অঞ্চলে চলছে জরুরি অবস্থা।