অবতক খবর,১৫ সেপ্টেম্বর,জ্যোতির্ময় মণ্ডল পূর্ব বর্ধমান:প্রচন্ড দুর্যোগপূর্ণ আবহাওয়াতেরও
রবিবার মন্তেশ্বর ব্লকের মালডাঙ্গা রাজেন্দ্র স্মৃতি উচ্চ বিদ্যালয়, কুসুমগ্রাম উচ্চ বিদ্যালয়, মন্তেশ্বর সাগর বালা উচ্চ বিদ্যালয়, পুটশুরী উচ্চ বিদ্যালয় সহ ব্লকের প্রায় ২০ থেকে ২৫ প্রাথমিক বিদ্যালয় ও উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় পুটশুরী উচ্চ বিদ্যালয়ে ও কুসুমগ্রাম তৈয়েবা উচ্চ বিদ্যালয় সহ মন্তেশ্বর সতীকৃষ্ণ বালিকা উচ্চ বিদ্যালয়ের এই তিনটি পরীক্ষা কেন্দ্রে হয়। এডুকেশনাল, রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট সোসাইটি ওয়েস্ট বেঙ্গলএর পরীক্ষা আয়োজকের পক্ষ থেকে
পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষার উদ্যোক্তাদের পক্ষে সৌম্যকান্তি জানা, শিক্ষক বাপি বিশ্বাস, রাজিব লোচন ঘোষ,পুলক সরকার, গৌতম কৈবর্তরা বলেন এডুকেশনাল রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট সোসাইটি ওয়েস্ট বেঙ্গল এর উদ্যোগে আয়োজিত মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা এইবছর
প্রথম মন্তেশ্বর সহ বিভিন্ন ব্লকের প্রায় ২৫টি প্রাথমিকবিদ্যালয় ও উচ্চ বিদ্যালয়ের প্রথমশ্রেণী থেকে একাদশশ্রেণীর প্রায় ১০০০ জন ছাত্র ছাত্রী পরীক্ষার্থী অংশগ্রহণ করেছেন কুসুমগ্রাম উচ্চ বিদ্যালয়, পুটশুরী উচ্চ বিদ্যালয় ও মন্তেশ্বর সতী কৃষ্ণ মনি বালিকা উচ্চ বিদ্যালয়ের এই তিনটি পরীক্ষা কেন্দ্রে। ১০০ নম্বরের এই পরীক্ষায় প্রথম, দ্বিতীয়, তৃতীয়, সফল পরীক্ষার্থী ছাড়াও এই পরীক্ষা ৮০% নাম্বার পেয়ে যারা সফল হবে তাদেরকে পদক ও সার্টিফিকেট দিয়ে পুরস্কৃত করা হবে বলে জানান উদ্যোক্তরা
এই পরীক্ষা বেলা ১২টা থেকে শুরু হয়ে দুপুর ২টোয় শেষ হয়। পরীক্ষা শুরু হওয়ার আগে পরীক্ষা কেন্দ্রের সামনে পরীক্ষার্থীদের সঙ্গে অভিভাবকদের ভিড় দেখা যায় এই দুর্যোগপূর্ণ আবহাওয়াতে। এই পরীক্ষা শেষ হওয়ায় পরীক্ষার্থী ছাত্র-ছাত্রী থেকে পরীক্ষা উদ্যোক্তারা খুশি।
পরীক্ষার্থী ছাত্র-ছাত্রী, ও পরীক্ষার উদ্যোক্তারা
আমাদের কি জানালেন দেখুন।