অবতক খবর , শিলিগুড়ি : আজ সকালে সেবক পুলিশ প্রচুর পরিমান ড্রাগ সহ একজনকে গ্রেপ্তার করে। ধৃতের নাম নয়ন ছেত্রী। তাকে সেবকের তিন মাইল এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
তাকে জিঞ্জাসাবাদ করবার পরে জানা গেছে এই বিপুল পরিমানে গাজা নেপাল এবং বাংলাদেশে পাচার করছিলো। তাই আজ সে নিজেই এই গাজা নিয়ে যাচ্ছিলো।