অবতক খবর :: শিলিগুড়ি :: প্রতারনার কবলে শিলিগুড়ির হাকিমপাড়ার ব্যাবসায়ী অমিয় কুমার রায়। অভিযোগ,চলতি মাসের ২ তারিখে তার কাছে ইন্ডিয়ান আর্মির নাম করে একটি ফোন আসে এবং বলা হয় তাদের একটি গ্যাস ওভেনের প্রয়োজন। সেইসাথে এটাও জানান যে তারা ফোনে অনলাইনের মাধ্যমে টাকা পাঠাবেন। তারা প্রথমে ৫ টাকা অমিতবাবুর অ্যাকাউন্টে পাঠায়, এরপর জানানো হয় যে ১০ হাজার টাকা পাঠানো হয়েছে। সেই টাকা অ্যাকাউন্টে ঢুকেছে কিনা তা দেখতে গিয়েই ঘটে বিপত্তি।
অমিতবাবু জানান, কোনো টাকা তার অ্যাকাউন্টে ঢোকেনি বরং তার অ্যাকাউন্ট থেকে খোয়া গিয়েছে ১০,০০০ টাকা। সোমবার সম্পূর্ন বিষয়টি নিয়ে সাইবার ক্রাইমে অভিযোগ জানান অমিতবাবু। লকডাউনের মধ্যে এই ধরনের ঘটনায় ভেঙে পড়েছেন তিনি।