অবতক খবর,২৭ অক্টোবরঃ আগামীকাল থেকে শুরু হচ্ছে অবাঙালী সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব ছট্ পুজো। আর এই পুজোকে কেন্দ্র করে মাঠে নেমেছেন একাধিক সমাজসেবী ও নেতা-নেত্রীরা। তারা সকলেই ছট্ ব্রতীদের পুজো সামগ্রী বিতরণ করছেন। কেউ ক্লাবের সামনে ডেকে,কেউ ওয়ার্ড অফিসের সামনে ডেকে,আবার কেউ কেউ পাড়ার মোড়ে ডেকে পুজো সামগ্রী বিতরণ করছেন। কিন্তু বীজপুরের প্রাক্তন বিধায়ক তথা কাঁচরাপাড়া পৌরসভার ভাইস চেয়ারম্যান এর উল্টো পথে হেঁটে,তাদেরকে নিজের কাছে না ডেকে তিনি নিজেই তাঁর সহকর্মীদের হাতে পুজো সামগ্রী তুলে দিয়ে বাড়ি বাড়ি পৌঁছে দিলেন।

এ প্রসঙ্গে শুভ্রাংশু বলেন, মানুষকে ডেকে তাদের লাইনে দাঁড় করানোটা আমার কাছে অপমানজনক। সেই কারণেই সকলের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হল পুজো সামগ্রী।

এলাকাবাসীরা এ প্রসঙ্গে জানিয়েছেন যে,ঘরের কাজ করব নাকি আধঘন্টা লাইনে গিয়ে দাঁড়াবো পুজো সামগ্রী নেওয়ার জন্য! শুভ্রাংশু রায় পুজো সামগ্রী সকলের বাড়ি বাড়ি পৌঁছে দিয়ে অত্যন্ত ভালো করেছেন এবং আমরা তাতে অত্যন্ত খুশি।‌ আশা রাখব তিনি এইভাবে আগামীতেও আমাদের পাশে দাঁড়াবেন।