আজ সেই ইতিহাসবিদ বাঙালি মানুষটির জন্মদিন। মনে আছে আমরা যাঁর কাছে শিখেছিলাম হরপ্পা-মহেঞ্জোদারোর কথা,সিন্ধুসভ্যতার ইতিহাস?
প্রত্নতাত্ত্বিক
তমাল সাহা
( রাখালদাস বন্দ্যোপাধ্যায় স্মরণ)
প্রত্নতত্ত্ব-প্রত্নতাত্ত্বিক —
কী কঠিন শব্দ দুটি!
তবুও এর মানে শিখে ফেলি আকস্মিক।
জীবনে প্রথম ইতিহাস বইয়ের পাতায়
প্রত্নতত্ত্ব– মাটি খনন করে যা পাওয়া যায়।
যিনি খুঁড়ে বার করেন ইতিহাস তিনিই প্রত্নতাত্ত্বিক।
আসলে তিনি হলেন ঐতিহাসিক।
আমাদের ঘরের ছেলে রাখালদাস।
তুমি জানালে হিন্দু শব্দের উৎস সিন্ধু।
তারাই হিন্দু,সিন্ধু নদের তীরে যাদের বাস।
হিন্দু কোন ধর্ম নয়, এটাই ইতিহাস।
মাটি খনন করে
ইতিহাস আবিষ্কার করো তুমি।
হিন্দু ধর্ম হয়ে গেল,খণ্ডিত হলো জন্মভূমি!
মাটির নিচে লুকিয়েছিল আমাদের সভ্যতা।
মাটির উপরে আমাদের ধর্মীয় অসভ্যতা।
তুমি রাখালদাস
নিজেই আজ ভারতের ইতিহাস।