অবতক খবর,৫ অক্টোবর: সারাবছর ধরে স্কুলের হেশেলঘর সামলিয়ে শিশুদের পুষ্টিকর খাদ্য তুলে দেয় মিড-ডে মিলের রন্ধনকর্মীরা আর তাদের হাতে পুজোর নতুন বস্ত্র তুলে দিলো বেলডাঙা চক্রের ৩০ নং আন্ডিরণ প্রাথমিক স্কুলের পড়ুয়ারা।

বাড়ি থেকে স্কুলে আসার পথে বেশ কয়েকটি খাবারের দোকান চোখে পরে একটু অন্য স্বাদ নিতে টিফিনের সময় ছুটে গিয়ে একটু স্বাদ বদল করে অনেকেই কিন্তৃু সেই সামন্য সামান্য টাকা থেকে, বাঁচিয়ে বিদ্যালয়ের প্রধানমন্ত্রী তান তহবিল নামক ব্যাঙ্ক ভারে জমা করে শিশুরা সারা বছর ধরে আর সেই টাকা থেকে মিড-ডে মিলের রন্ধন কর্মীদের পুজোর শাড়ি কিনে উপহার তুলে দেয় ক্ষুদে পড়ুয়ারা।

এবারও তার ব্যতিক্রম হলো না।বেলডাঙা চক্রের আণ্ডিরণ প্রাথমিক বিদ্যালয়ের কচিকাঁচাদের ওই মানবিকতা দৃষ্টান্ত চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় মনবিকতা মোবাইলের যুগেও বেঁচে আছে আর যা দেখে হতবাক এলাকার মানুষ। চতুর্থ শ্রেণির খাদ্যমন্ত্রী দীপ মণ্ডল জানায় যাঁরা সারা বছর গরমে কষ্টে খুব যত্ন নিয়ে রান্না করে খাবার পরিবেশন করেন তাঁরা তাঁদের কাছে মাতৃসম।

ফলে পুজোর সময় ওই দরিদ্র মাসীদের মুখে হাসি ফোটাতে ও যাতে আনন্দে থাকেন তাই ১৫টি নতুন শাড়ি তুলে দেওয়া হয়েছে তাঁদের। বেলডাঙা চক্রের আন্ডিরণ প্রাথমিক বিদ্যালয়ের কচিকাঁচাদের হাতে ওই উপহার পেয়ে আনন্দিত সয়ম্ভর গোষ্ঠীর মহিলারা সহ তাদের পরিবার পরিজন । এবিষয়ে স্কুলের প্রধান শিক্ষক বিশ্বজিৎ দত্ত বলেন, নিবেদিতা মহিলা স্ব নির্ভর গোষ্ঠীর সদস্যারা বছর ধরে রান্না করে খাবার পরিবেশন করেন এমন ১১জন এবং স্কুলের চারজন মহিলা যারা বিনাপারিশ্রমিকে স্কুল ক্যাম্পাস পরিস্কার পরিচ্ছন্ন রাখেন হাতে নতুন বস্ত্র ও একটি করে চারা বৃক্ষ উপহার হিসাবে তুলে দিয়েছে শিশু সংসদের মন্ত্রীরা।

সারা বছর ধরে প্রত্যকে টিফিনের টাকা বাঁচিয়ে প্রধানমন্ত্রী ত্রান তহবিলে জমা করে। সেই সঙ্গে স্কুলের শিক্ষকরা কিছু অর্থ দিয়ে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়েছে। স্কুলের শিশু সংসদের প্রধানমন্ত্রী অর্পণ মণ্ডল জানায়, এমন মানবিক কাজ তার আমলে তার সংসদ করতে পেরে তারা ভীষণ খুশি ও আনন্দ পেয়েছে। বিদ্যালয়ের আনন্দ পরিসর মঞ্চে আগমনীর অনুষ্টানে বহু শিক্ষার্থী এদিন নাচ, গান, আবৃত্তি পরিবেশন করে।যা সকলকে আনন্দ দেয় তাছাড়া প্রধান শিক্ষক সকল শিশুদের শারদিয়া শুভেচ্ছা দেন ও ছুটিতে অভিনব প্রোজেক্ট ওয়ার্ক দেন।