অবতক খবর,২০ নভেম্বর: রাজ্যের কৃষি ভিত্তিক জেলা গুলির মধ্যে অন্যতম হলো উত্তর দিনাজপুর জেলা।এই জেলার মানুষ কৃষি কাজের উপরেই নির্ভলশীল।কেন্দ্রের বিজেপি সরকারের আনা তিনটি কালা কৃষি আইনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছে কৃষেরা।কৃষকদের পাশাপাশি দেশের প্রতিটি রাজনৈতিক দল এই কালা কৃষি আইনের বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছে।অবশেষ কৃষকদের আন্দোলনের ফল সরুপ অবশেষে শুক্রবার গুরুনানকের জন্মদিনে প্রধামমন্ত্রী নরেন্দ্রমোদী তিনটি কৃষি আইন বাতিলের ঘোষণা করেন।প্রধানমন্ত্রীর ঘোষণার পর থেকে দেশ জুড়ে আনন্দে মেতে উঠেছে কৃষকেরা।এমনি চিত্র দেখা গেলো উত্তর দিনাজপুর জেলাতেও।দীর্ঘদিন আন্দোলনের পরে দেশের প্রধানমন্ত্রী অবশেষে তিনটি কৃষি আইন প্রত্যাক্ষান করেছেন খুশি তারা সকলেন।