অবতক খবর , নরেশ ভকত , বাঁকুড়া : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭০ তম জন্মদিন উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করল বিজেপি বিষ্ণুপুর নগর মন্ডলের বিজেপি কর্মীরা । রক্তদান শিবিরে সরকারি নির্দেশ মতো সামাজিক দূরত্ব বজায় রেখে ৭০ জন সহৃদয় ব্যক্তি স্বেচ্ছায় রক্ত দান করেন । এর পাশাপাশি কেক কেটে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক রাজু বন্দ্যোপাধ্যায় সাংগঠনিক জেলা সভাপতি হরকালী পতিহার ও অন্যান্য বিজেপি কর্মীরা ।
কর্মসূচি শেষে ৫০ জন বিজেপিতে যোগদান করেন এদের মধ্যে অন্যতম প্রাক্তন পুলিশকর্মী সৌমিত্র সিংহ দে । তাদের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেন রাজু বন্দ্যোপাধ্যায় । পরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য সরকারকে তীব্র ভাষায় কটাক্ষ করেন । তিনি বলেন , রাজ্যের সর্বত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একনায়কতন্ত্র কায়েম করছে সাধারণ মানুষ বলছে এই সরকারকে সরাতে গেলে একমাত্র বিজেপিই ভরসা । এছাড়াও তিনি বলেন কাঠ মানি ও মাফিয়া রাজ বন্ধ করতে গেলে পিসি ভাইপো কে সরাতে হবে ।
বিষ্ণুপুর সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি হরকালী প্রতিহার বলেন , গোটা দেশ জুড়েই বিজেপি কর্মীরা প্রধানমন্ত্রীর ৭০ তম জন্মদিন পালন করছে সেই মতো আমরা বিজেপির দলীয় কার্যালয়ে রক্তদান শিবিরের আয়োজন করেছে এর ফলে জেলার মুমূর্ষ রোগীর উপকৃত হবেন ।
বিজেপিতে যোগদান করে প্রাক্তন পশ্চিমবঙ্গ পুলিশকর্মী সৌমিত্র সিংহ দে বলেন , মুখ্যমন্ত্রী রাজ্যের মানুষকে ধোকা দিয়ে চলেছেন এটা আমাদের কাছে অত্যন্ত দুঃখজনক । বিজেপিতে যোগদান প্রসঙ্গে তিনি বলেন নৈতিক ধর্ম কে জয় করতে আমি বিজেপিতে যোগদান করেছি ।