অবতক খবর , শিলিগুড়ি :     প্রবল বৃষ্টিতে কাবু শিলিগুড়ি। আজ সকাল থেকেই প্রবল বৃষ্টির কারনে গোটা শহরে বিপর্যসত হয়ে যায় জনজীবন।বৃষ্টির কারনে জল জমে যায় গোটা শহরে,গোটা শহরের বিভিন্ন এলাকায় জল জমে যায় কোন কোন এলাকায় বাড়িতেও জল ঢুকে যায়।শিলিগুড়ির মহানন্দা নদীর আশেপাশের অনেক বাড়িতেই জল ঢুকে যায়। পরিস্থিতি দেখতে বাইরে বের হয়ে যান শিলিগুড়ির বিভিন্ন ওয়ার্ড কোয়ার্ডিনেটারেরাও। পরিস্থিতি দেখতে বাইরে বের হয়ে যান তৃণমূলের দার্জিলিং জেলার বিরোধী দলনেতা রঞ্জন সরকার,শিলিগুড়ির ১৪নং ওয়ার্ডের কোয়ার্ডিনেটার শ্রাবনী দত্ত,শিলিগুড়ির ১২ নং ওয়ার্ড কোয়ার্ডিনেটার নান্টু পাল প্রমুখ।

শিলিগুড়ির বেশ কিছু ওয়ার্ড যেমন আঠাশ,ছেচল্লিশ এবং নয় নম্বর ওয়ার্ডে জল জমে যায়। গতকাল গোটা শিলিগুড়ির বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেছিলেন শিলিগুড়ি পুরসভার বর্তমান প্রশাসক অশোক ভট্টাচার্য্য। আজ শিলিগুড়ির বিভিন্ন ওয়ার্ডে ঘুরে দেখেন দার্জিলিং জেলার তৃণমূল কংগ্রেস সভাপতি রঞ্জন সরকার।এদিকে শিলিগুড়িতে বৃষ্টি আগামী তিন থেকে পাচদিন চলবে বলে জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের কাছ থেকে।