অবতক খবর,২১ ফেব্রুয়ারী,জ্যোতির্ময় মন্ডল,পূর্ব বর্ধমান: মন্তেশ্বর ব্লকের মামুদপুর এক নম্বর অঞ্চলের রায় গ্রামের গ্রামবাসীর পরিচালনায় বলিয়ারপুর, মিরগাহার , বরুনা সহ এলাকায় প্রায় ১৫ থেকে ২০টা গ্রামবাসীর মানুষজনদের উপস্থিত হয়ে, রায়গ্রাম বাজার সংলগ্ন গোড়াচাঁদ পীরবাবার মাঠ সংলগ্ন প্রাঙ্গণে প্রায় ১০ দিনের প্রায় ১০০ বছরে গোড়াচাঁদ পীর বাবার মেলা শুভ উদ্বোধন হয়।

মেলার উদ্যোক্তাদের পক্ষে পারভিন মন্ডল জানান এই মেলাএইবছর ১০০তম বছরে পদার্পণ করে । তাই আজ রাত ৮টায় গোরাচাঁদ বাবার মেলা প্রাঙ্গনের ফিতে কেটে , আনন্দ উৎসাহের সঙ্গে মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ এবং মন্তেশ্বরের বিডিও সঞ্জয় দাস সহ থানার আইসি বিপ্লব কুমার পতি সঙ্গে জয়েন্ট বিডিও সোমনাথ সাউ প্রায় ১০০তম বছরের রায়গ্রাম মেলার শুভ উদ্বোধনের মাধ্যমে সম্প্রীতির এক নজির সৃষ্টি করে সৌহার্দ্যপূর্ণ মেলবন্ধন বলে জানান উদ্যোক্তারা।

মেলা উদ্বোধনে এসে মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ বলেন গ্রাম বাংলার বুকে এই ধরনের মেলার আয়োজন প্রমাণ করে দেয় মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার গ্রাম-গঞ্জ কতখানি সুখে রয়েছে। এই ধরনের মেলার অনুষ্ঠানে আমাদের সমাজের সব ধর্ম ,সব সম্প্রদায়ের, সব শ্রেণীর মানুষ একত্রে মিলিত হন। এটাই আমাদের রাজ্যের ঐতিহ্য । তাই এই মেলার ঐতিহ্য রক্ষা করার দায়িত্ব আমাদের। আমরা যেন সবাই একত্রিত হয়ে ,সব ধর্মসমন্বয়ের বার্তা পৌঁছে দিতে পারি সমাজের সর্বস্তরে এটাই আমাদের ঐতিহ্য বলে জানান পঞ্চায়েত সমিতির সভাপতি।

এই উদ্বোধনী মেলায় এসে বিডিও সঞ্জয় দাস ও থানার আইসি বিপ্লব কুমার পতি বলেন আইন-শৃঙ্খলা মেনে মেলার ভ্রাতৃত্ব ও সম্প্রীতি , বজায় রাখার আহ্বান জানান
এই মেলায় গান, বাউল , যাত্রা, রক্তদান শিবির, সামাজিক সচেতনতা শিবিরসহ প্রত্যেকদিন আলাদা , আলাদা অনুষ্ঠানের আয়োজন রয়েছে মেলায়। এই মেলাটি চলবে আগামী ১০দিন পর্যন্ত বলে জানান উদ্যোক্তারা।

এই অনুষ্ঠানের উপস্থিত ছিলেন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমাদ হোসেন শেখ, মন্তেশ্বরের বিডিও সঞ্জয় দাস , থানার আইসি বিপ্লব কুমার প্রতি,জয়েন্ট বিডিও সোমনাথ সাউ, ব্লকের বিশিষ্ট সমাজসেবী কুমারজিৎ পান, মন্তেশ্বর পঞ্চায়েত সমিতি পূর্ত কর্মাধ্যক্ষ রকিবুল ইসলাম শাহ ও মামুদপুর এক নম্বর পঞ্চায়েতে উপপ্রধান পারভিন মন্ডল সহএলাকার বিশিষ্ট ব্যক্তিরা।