অবতক খবর,১ সেপ্টেম্বরঃ সিআরপিএফ জওয়ান দুর্গা প্রসাদ। তাঁর বাড়ি কাঁচরাপাড়া পুরসভার ২৪ নং ওয়ার্ডের পানবস্তি ওড়িয়াপাড়া এলাকায়। গত ২০২২ সালের নভেম্বরের ২৭ তারিখ সন্ধ্যায় তাঁর বাড়ির তালা ভেঙে চুরির ঘটনা ঘটে। জানা গেছে,সেই সময় তারা কেউ বাড়িতে ছিলেন না। সেই সময় তাঁর বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, আনুমানিক প্রায় দেড় লক্ষ টাকার সোনার গহনা, সিআরপিএফ জওয়ানের পোষাক,জুতো,বুলেট প্রুফ জ্যাকেট সহ কর্মক্ষেত্রে ব্যবহৃত বিভিন্ন সরকারি জিনিসপত্র নিয়ে চম্পট দেয় চোর। চুরির ঘটনার আঁচ পেয়েই তিনি বীজপুর থানার দ্বারস্থ হন।

তবে সেই সময় তিনি অভিযোগ তোলেন বীজপুর থানার পুলিশ তাঁর এই চুরির অভিযোগ নিতে অস্বীকার করেছিলো। উপরন্তু এ বিষয়ে ওই সেনা জওয়ানকে কোনরকম সহযোগিতাও করেনি বীজপুর পুলিশ।

পরবর্তীতে উপায়ান্তর না দেখে চলতি বছরের এপ্রিল মাসের ১২ তারিখে এই সেনা জওয়ান বারাকপুর মহকুমা আদালতের দ্বারস্থ হয়েছিলেন।

আদালতের নির্দেশ পাওয়ার পরেই নড়েচড়ে বসে বীজপুর পুলিশ প্রশাসন। চলতি বছরের ১৮ই এপ্রিল তিনি ফের বীজপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে বীজপুর থানার পুলিশ।

এমতাবস্থায় এই সেনা জওয়ানের চুরি যাওয়া বেশকিছু জিনিসপত্র উদ্ধার করে পুলিশ। নিজের সরকারি জিনিসপত্র ফেরত পেতে ফের আদালতের দ্বারস্থ হয়েছিলেন এই জওয়ান। অতঃপর আদালতের নির্দেশে চুরি যাওয়া সরকারি জিনিসপত্রের মধ্যে উদ্ধার হওয়া বেশকিছু জিনিস গত মঙ্গলবার রাতে তাঁর হাতে তুলে দেয় বীজপুর থানার পুলিশ। এ প্রসঙ্গে দুর্গাবাবু বলেন, পুলিশ তল্লাশি চালিয়ে চুরি যাওয়া জিনিসপত্রের মধ্যে ৫০ শতাংশ জিনিসপত্র উদ্ধার করে তাঁকে ফিরিয়ে দিয়েছে। এখনও সোনার গহনা সহ অন্যান্য জিনিসপত্র পাওয়া যায়নি।