অবতক খবর , নদীয়া : রাজ্য সরকারের নির্দেশে আজ থেকেই খুলে গেলো রাজ্যের রাষ্ট্রীয় উদ্যানগুলি ৷ লক ডাউনের জেরে গত ১৭ই মার্চ থেকে বন্ধ হয়ে যায় উদ্যানগুলি ৷ ফলে সরকারী কোষাগার এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রভূত অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছিলো ৷ সেকথা এবং সাধারণ মানুষের বিভিন্ন প্রয়োজনীয় কর্মের স্থান এবং মনোরঞ্জনের কথা ভেবেই আনলক পক্রিয়া চতুর্থ পর্যায় সম্পন্ন হওয়ার পর বিভাগীয় মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগেই জানিয়ে দেন যে ২৩শে সেপ্টেম্বর থেকে রাষ্ট্রীয় উদ্যানগুলি খুলে দেওয়া হবে ৷ সেই মতো রাজ্যের অন্যান্য উদ্যানগুলির মতো গতকাল নদীয়ার শান্তিপুরের রাষ্ট্রীয় উদ্যানটিও উন্মুক্ত করে দেওয়া হয় ৷
শান্তিপুর রাষ্ট্রীয় উদ্যানের এক কর্মী রাজেন সাহা জানান যে, সরকারী নির্দেশে আজ থেকেই উদ্যান খুলে দেওয়া হয়েছে ৷ আগের নির্দ্ধারিত ২০টাকা মূল্যেই যে কেউ উদ্যানে প্রবেশ করতে পারবেন ৷ তবে আজ দুপুর পর্যন্ত রাষ্ট্রীয় উদ্যানটি পরিস্কার পরিচ্ছন্ন করার কাজ হলেও কোনো দম্পতি বা প্রেমক/প্রেমিকার দেখা মেলেনি ৷ যদি রাষ্ট্রীয় উদ্যানগুলি খোলার সংবাদ পেয়ে ইতিমধ্যেই উল্লসীত হয়ে পড়েছে প্রেমিক প্রেমিকার দল ৷ এখন আর শুধু স্মৃতি রোমন্থন নয় তাদের প্রিয় স্থানে আবার প্রেমিক প্রেমিকা কাছাকাছি আসার স্বপ্ন দেখছেন অনেকেই ৷ তবে শিশুদের পার্ক এখনই নয়! পুজোর আগেই স্বাভাবিক হবে সে কথা বলা বাহুল্য! রোগ প্রতিরোধ ক্ষমতার নিরূপণে শিশু এবং বৃদ্ধদের জন্য বাড়তি সুরক্ষার প্রশ্ন থেকেই যায়! তাই স্থানীয় প্রশাসকগন জেলা প্রশাসন এবং স্বাস্থ্য দপ্তরের সাথে কথা বলে তবেই সিদ্ধান্ত নেবেন এ ব্যাপারে।