অবতক খবর,২ ফেব্রুয়ারি: আজ ফিনিক্স ফর ডাউন ট্রোডেন পিপল নামে একটি জনহিতবাদী সংস্থা কাঁচরাপাড়া হাইস্কুলে আর্থিকভাবে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের হাতে খাতা,বই, পেন্সিল এবং অন্যান্য পঠন-পাঠন সামগ্রী তুলে দিল। এই অনুষ্ঠানে প্রায় ৮০ জনের হাতে এই পঠন পাঠন সামগ্রী তুলে দেওয়া হয়।
একযোগে তাদের যে অন্যান্য সংস্থা নৈহাটি,পলতা, ব্যারাকপুর, বাগুইহাটি অঞ্চলে রয়েছে, তাদের সদস্যরাও এইভাবে কর্মসূচি নিয়েছেন।
সেই প্রসঙ্গে সংস্থার কর্ণধার সম্পাদক সঞ্জীবন ঘোষ জানান, এই বিষয়টি নিয়ে বেশি বলার কিছু নেই। এটা আমাদের সামাজিক দায়বদ্ধতার মধ্যে পড়ে। এটা প্রচারেরও বিষয় নয়। আমরা প্রতিবছরই এইভাবে পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়াই। শুধু এটি নয়, প্রাকৃতিক বিপর্যয়ে অর্থাৎ বন্যা খরার সময়ও আমরা ত্রাণ নিয়ে তাদের পাশে দাঁড়াই। চক্ষু পরীক্ষা,চশমা প্রদান, এইসমস্ত কাজগুলিও আমরা করে থাকি। এটা আমরা নিজেরা করে আনন্দ পাই একথা সত্য। যেহেতু সাধারণ মানুষ এতে উপকৃত হয়।