অবতক খবর,১৪ নভেম্বর: ভাটপাড়া পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সুনিতা সিং কে উদ্ধৃত করে বহিরাগত কিছু যুবক অশালীন ভাষায় মন্তব্য করার প্রতিবাদ করতে গেলে বচসার জেরে হাতাহাতি ও গুলি চলে বলে অভিযোগ করেন জগদ্দল বিধানসভা কেন্দ্রের বিধায়ক সোমনাথ শ্যাম। বিধায়ক আরও অভিযোগ করেন ভাটপাড়া বিধানসভার বিজেপির বিধায়ক পবন সিং এর ঘনিষ্ঠ সঞ্জয় সিং এর মদতে এই ধরনের ঘটনা ঘটেছে ।এলাকা এখনো থমথমে। এই ঘটনার জরিত সন্দেহে কাউন্সিলার সুনিতা সিংয়ের ছেলে সহ আরো কয়েকজন নাবালককে আটক করে জগদ্দল থানার পুলিশ। এই ঘটনার পরিপ্রেক্ষিতে জগদ্দল বিধানসভার বিধায়ক সোমনাথ শ্যাম উপস্থিত হয়ে এই গ্রেপ্তারের বিষয়ে প্রতিবাদ করেন।