অবতক খবর,৩ সেপ্টেম্বরঃ তৃণমূলে কয়েক মাস আগেই ফিরেছেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। অর্জুনকে দলের মানতে রাজি ছিলেন না তৃণমূল বিধায়ক ও জেলা নেতারা। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তকে খোলা চ্যালেঞ্জ জানানোর সাহস কোনো নেতা বিধায়ক দেখাতে পারেননি। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যে তৃণমূলে যোগদান করেন সাংসদ অর্জুন।তবে সংঘাত মেটেনি। ব্যারাকপুরের সাংসদ তৃণমূলে ফিরলেও তাাঁকে ঘরে কোণঠাসা করতে দলের মধ্যেই সক্রিয় হন বেশ কয়েকজন বিধায়ক-নেতা।
এতদিন প্রকাশ্যে তারা বিরোধিতা করার সাহস দেখাননি। কিন্তু একটি অডিও ইতিমধ্যে রাজ্য রাজনীতিতে ব্যাপকভাবে ভাইরাল হচ্ছে।যেখানে এই ভাইরাল অডিওতে জগদ্দল বিধায়ক সোমনাথ শ্যাম কাউগাছি টু পঞ্চায়েত প্রধানকে অর্জুন সিং এর এমপি ফান্ডের টাকা না নেওয়ার জন্য হুঁশিয়ারি দিচ্ছেন।
তিনি পরিষ্কার করেই জানাচ্ছেন যে, অর্জুন সিং এর এমপি ল্যান্ডের কোন টাকা তারা জগদ্দল বিধানসভা এলাকায় কোন উন্নয়নের জন্য ব্যবহার করবেন না। যদিও এই ভাইরাল অডিওর সত্যতা যাচাই করেনি অবতক খবর।
এই ভাইরাল অডিওর সত্যতা একটি মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে স্বীকার করেছেন পঞ্চায়েত প্রধান অমল মন্ডল। এমপি অর্জুন সিংহ ও এমএলএ সোমনাথ শ্যাম এর ব্যক্তিগত এই লড়াইয়ে তিনি ও তাাঁর পরিবার আতঙ্কে রয়েছেন বলেও তিনি জানান।
অন্যদিকে সাংসদ অর্জুন সিং-এর কাছে এ বিষয়ে তাঁর প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, এসব নিয়ে তিনি দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলবেন। তিনি আরো বলেন ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই।
ব্যারাকপুর সাংসদকে কোণঠাসা করতে তৃণমূলের জেলা নেতা- বিধায়করা মেতেছেন তা আর কারোর কাছে অজানা নেই। তবে প্রশ্ন বিধায়ক যে ভাবে তাাঁর ব্যক্তিগত দ্বন্দ্বের জন্য এলাকার উন্নয়নকে স্তব্ধ করতেও দ্বিধা করছেন না তা নিয়ে। শুধু তাই নয়, তিনি শীর্ষ নেতৃত্বের পরোয়া না করে যেভাবে তাাঁর নিচুতলার নেতাদের নির্দেশ বা শাসানি দিচ্ছেন তা আগামীদিনে দলের ভেতরে চরম গোষ্ঠীবাজি ও ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করতে চলেছে তা আর বলার অপেক্ষা রাখেনা।