অবতক খবর,১৮ জুলাই: বিজেপির মিছিল শুরু করার আগেই রণক্ষেত্র হয়ে ওঠে ভাটপাড়া। বোমাবাজিতে কেঁপে ওঠে গোটা অঞ্চল।

এই প্রসঙ্গে বিজেপির এক দাপুটে নেতা জানান, মিছিল শুরুর আগে মিছিলে তেমন কোন লোকজন ছিল না। ফলে সেখানে উপস্থিত বিজেপি নেতৃত্বরা সৌমিত্র খাঁ-কে ফোন করে এবং তিনি সোদপুর থেকে বহিরাগতদের নিয়ে অঞ্চলে ঢোকার পর মিছিল সংঘটিত হয়েছে।

এরপরই উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। বিজেপির পক্ষ থেকে এই ঘটনার পিছনে শাসকশ্রেণীর দুষ্কৃতীরা জড়িত বলে তারা অভিযোগ করেছেন।

এ ব্যাপারে ব্যারাকপুরের তৃণমূল অবজারভার সুবোধ অধিকারী জানান, “ধর্মেন্দ্র সিং-এর উপর হামলার প্রতিবাদে বিগত দিনে ভাটপাড়ায় তৃণমূল দলের পক্ষ থেকেও মিছিল করা হয়েছিল। কিন্তু সেখানে ছিল না কোন বহিরাগত। ওই অঞ্চলের তৃণমূল কর্মীরা স্বেচ্ছায় আমাদের মিছিলে যোগ দিয়েছিলেন। ‌ সেই মিছিল সংঘটিত হয়েছিল শান্তিপূর্ণভাবে। আমাদের মিছিলের ফলে অঞ্চলে কোন অশান্তি ছড়ায়নি। কিন্তু আজকে যে ঘটনা ঘটল তাতে মানুষের কাছে এটা পরিষ্কার হয়ে গেছে যে,বিজেপি দল এবং ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং শান্ত ভাটপাড়াতে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করে চলেছেন। একসময় হাজিনগরে  তিনি বিজেপি বিধায়ক সমীর ভট্টাচার্য্যের উপর হামলা চালিয়েছিলেন,তারপর শ্যামনগরে দিলীপ ঘোষের উপর আক্রমণ চালানো হয়েছিল । আর আজকের ঘটনায়ও তিনি তৃণমূলের উপর আঙুল তুলছেন। কিন্তু অশান্তি সৃষ্টি কে করছে তা মানুষ পরিষ্কার বুঝতে পারছে।”