নিজস্বসংবাদদাতা ::অবতাক খবর ::মুম্বাই ::৪ঠা জানুয়ারি ::দক্ষিণ ভারতের এই রাজ্যের রাজধানী ঠিরুভানান্থাপুরামের পারিবারিক জেলা আদালতে ৪৫ বছর বয়সের কারমালা মোডেক্সনাম এক মহিলা অনুরাধা পাড়োয়ালের বিরুদ্ধে একটি মামলা করেছেন। তাতে তিনি দাবি করেছেন, অনুরাধা পাড়োয়াল তাঁর মা আর বাবা অরুণ পাড়োয়াল।

মেয়েটার বয়স যখন ৪ দিন, তাঁরা তখন তাঁকে পন্নাচানের কাছে দিয়ে দেন। পন্নাচান সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। কেরালার অধিবাসী হলেও চাকরিসূত্রে তখন ছিলেন মহারাষ্ট্রে।

পন্নাচান আর তাঁর স্ত্রী অ্যাগনেস ছিলেন অনুরাধা পাড়োয়াল ও অরুণ পাড়োয়ালের খুব পরিচিত।পুরো বিষয়টি সম্পর্কে তাঁর পালক মা আগ্নেস অবশ্য জানতেন না।

পন্নাচন ও আগ্নেসের আরও তিন সন্তান রয়েছে, তাঁরা তাঁদের চতুর্থ সন্তান হিসাবে তাঁকে বড় করেছেন। তবে এই মুহূর্তে ৮২ বছরের আগ্নেস অসুস্থ ও বিছানায় শয্যাশায়ী। অ্যালজাইমার (স্মৃতি ভ্রষ্টা রোগে আক্রান্ত)এ আক্রান্ত।”বাবা-মায়ের আদর, স্নেহ, ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছেন। তাঁর ভবিষ্যৎ হয়তো আরও সুন্দর হতে পারত, কিন্তু অনুরাধা পাড়োয়ালের উচ্চাকাঙ্ক্ষার কারণে তা হয়নি।

তাই এই ক্ষতিপূরণ তিনি চেয়েছেন। আদালত মামলাটি গ্রহণ করেছেন এবং ২৭ জানুয়ারি আদালতে অনুরাধা পাড়োয়ালকে সশরীরে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন।

আদালতে মামলা করার বিষয়ে করামালা মডেক্সের আইনজীবী দাবি করেন, ” খ্যাতনামা গায়িকা অনুরাধ পোডওয়াল যদি করমালার মাতৃত্বের কথা অস্বীকার করেন, তাহলে আমরা DNA-পরীক্ষার দাবি জানাব। এই মামলার শুনানিতে আদালত অনুরাধা ও তাঁর দুই সন্তানকে উপস্থিত থাকতে বলেছেন।

পুরো ঘটনা জানার পর বিভিন্নভাবে অনুরাধা পাড়োয়ালের সঙ্গে দেখা করার চেষ্টা করেন কারমালা মোডেক্স। কিন্তু তিনি ব্যর্থ হন। অনুরাধা পাড়োয়াল তাঁকে কোনোভাবেই সহযোগিতা করেননি।