অবতক খবর,২৩ জুলাই: ফের শহরে দুঃসাহসিক চুরির ঘটনা,কাঠগড়ায় নেতাজি নগর থানার পুলিশের ভূমিকা। সোমবার জনপ্রিয় খাদ্য বিপননি সংস্থা আপনজনের নাকতলার আউটলেটে ভোররাতে চুরির ঘটনা ঘটে।

সিসিটিভিতে সনাক্ত করণের পরেও ১২ ঘন্টার বেশি সময় কেটে গেলেও এখন অধরা অপরাধী। আপনজনের কর্ণধার সমীরণ ঘোষ জানান ভোর বেলা দোকানে এসে চুরি করে রবিন মন্ডল। তার এই দোকানে যাতায়াত ছিল তাই জানত কোথায় কোন জিনিস থাকে। সকল সাতটা নাগাদ এসে নগদ অর্থ মাছ ও রান্নার সামগ্রী চুরি করে সে।

সব মিলিয়ে লক্ষাধিক টাকার জিনিস চুরি করে অভিযুক্ত রবিন মন্ডল, এমনটাই অভিযোগ আপনজনের কর্ণধার সমীরণ ঘোষের। আদতে রবিন মন্ডল সুন্দরবনের বাসিন্দা হলেও বর্তমানে সে সোনারপুরে থাকে। ইতিমধ্যেই নেতাজি নগর থানায় অভিযোগ দায়ের করেছেন সমীরণ ঘোষ। সিসিটিভির ফুটেজ দেখে অভিযুক্তকে সনাক্ত করা গেছে বলে নেতাজি নগর থানা সূত্রে খবর।

গত কদিনে দক্ষিণ কলকাতায় বেশ কয়েকটি চুরির ঘটনা ঘটলো। যারফলে আতঙ্কিত দক্ষিণ কলকাতার নেতাজি নগর, নাকতলার বাসিন্দারা। নেতাজিনগর থানার অফিসার ইনচার্জ জানান পুলিশ সিসিটিভি দেখে তদন্ত করছে এবং ইতিমধ্যেই অভিযুক্তের টাওয়ার লোকেশন ট্রাক করেছে । খুব তাড়াতাড়ি অভিযুক্ত ধরা পড়বে বলে আশাবাদী তিনি।