অবতক খবর,১০ আগস্ট: আবারো ভর সন্ধ্যায় এক বৃদ্ধা মহিলাকে মুখ চেপে ধরে সোনার হার ছিনতাইয়ের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটে নদীয়ার শান্তিপুর থানার কালিপুর এলাকার দয়াল পালের বাড়িতে ।

অভিযোগ শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ দয়াল বাবু এবং তার স্ত্রী ডাক্তার দেখাতে গিয়েছিলেন এবং তাঁদের ছেলে কুশ পাল ব্যবসার কারণে বাড়ির বাইরে ছিলেন। বাড়িতে একই ছিলেন দয়াল বাবুর বৃদ্ধা মা ব্রজবালা পাল।পরিবার সূত্রে জানা যায় ওই বৃদ্ধা মহিলা ঘর থেকে বাইরে বেরিয়ে ছিলেন বাথরুম করবে বলে সেই সময় বাড়ির উঠোনে থাকা একটি ইলেকট্রিক বোর্ডে সুচই দিতে গেলেই ওই দুই দুষ্কৃতী মুখ বাঁধা অবস্থায় ব্রজবালা দেবীর উপর চড়াও হয় এবং তার মুখ চেপে ধরে ।

তারপর তার গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে ব্রজবালা দেবীর গলায় থাকা সোনার চেন নিয়ে চম্পট দেয়। ঘটনায় হতবম্ভ হয়ে পড়েন ওই বৃদ্ধা। পরবর্তীতে ওই বৃদ্ধা চাঁচামেচি শুরু করলে এলাকাবাসী ছুটে আসে এবং দয়াল বাবুকে খবর দেন।তারপর শান্তিপুর থানায় খবর দিলে পুলিশ গিয়ে ওই বাড়িতে জিজ্ঞাসাবাদ করে এবং দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে। তবে বাড়ি ফাঁকা থাকার সুযোগকে কাজে লাগিয়ে বৃদ্ধার গলা থেকে হার ছিনতাই করে চম্পট দিতে পেরেছে ওই দুই দুষ্কৃতী এমনটাই জানাচ্ছেন পাল পরিবারের সদস্যরা ।

যদিও এই ছিনতাই এর পর পাল পরিবারের তরফে থানায় লিখিত অভিযোগও করা হয়েছে।তবে ফুলিয়ার চটকাতলার ভরসন্ধ্যায় গৃহস্থ বাড়ি তে ভয়াবহ ডাকাতির পর এবার এবার শান্তিপুর কালিপুরে ভরসন্ধ্যায় গৃহস্থ বাড়ি তে ছিনতাই এর ঘটনায় যথেষ্টই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। রীতিমতো আতঙ্কিত এলাকাবাসী। প্রশ্নউঠছে পুলিশি তৎপরতারও।