অবতক খবর , নরেশ ভকত, বাঁকুড়াঃ সোনামুখী, জয়পুর জঙ্গল এলাকায় চারটি হস্তি শাবক সহ ৪১ টি হাতি এসেছে বলে বনদফতর সূত্রে খবর। বর্তমানে হাতির দলটি সোনামুখী এলাকা থেকে বিষ্ণুপুর এলাকায় পাঠালো সোনামুখী বনদপ্তর। উল্লেখ্য, গত কয়েক সপ্তাহ ধরে বেলিয়াতোড় জঙ্গলে অবস্থান করছিল হাতি গুলি যার ফলে বিকেল হলেই ধান জমিতে ধানের ব্যাপক ক্ষতি করেছিল আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে ধান চাষিদের । বনদপ্তরের আধিকারিকরা ফসলের ক্ষয়ক্ষতি এড়াতে সোনামুখী জঙ্গলে হাতি গুলিকে পাঠিয়ে দেন ।
সোনামুখী বনদপ্তরের আধিকারিকরা হাতিগুলোকে এবার বিষ্ণুপুর জঙ্গলে পাঠালেন । সোনামুখী জঙ্গল লাগোয়া চাষীদের যাতে করে কোনরকম ক্ষতি না হয় সে কারণেই বনদপ্তর অতি তৎপরতার সঙ্গে হাতিগুলোকে বিষ্ণুপুর জঙ্গলে পাঠিয়ে দেন । এর ফলে সোনামুখীর চাষীদের ফসলের ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে ফলে খুশি চাষিরা ।
সোনামুখী বনাধিকারিক দয়াল চক্রবর্তী জানান , আমরা তৎপর ছিলাম যাতে করে ফসলের ক্ষয়ক্ষতি করার আগেই হাতিগুলোকে অন্যত্র সরিয়ে দেওয়া যায় সেই মতই আমরা হাতি গুলিকে বিষ্ণুপুর জঙ্গলে পাঠিয়ে দিয়েছি ।’