অবতক খবর , নরেশ ভকত, বাঁকুড়াঃ ফের হাতির হানা , লোকালয়ে ঢুকে চালাল তান্ডব, ১ টি তাঁত সহ বাজারের কিছু দোকানের উপর । বাঁকুড়ার পাত্রসায়ের ব্লকের বীরসিংহ গ্রামের ঘটনা। পূজোর মুখে হাতির হামলায় আতঙ্কে এলাকার মানুষ।
উল্লেখ্য, গতকাল রাতে দলছুট একটি দাঁতাল আচমকাই হানা দেয় বাঁকুড়ার পাত্রসায়ের ব্লকের বীরসিংহ গ্রামে । দাঁতালের হানায় ফলের দোকান, মুড়ির দোকান মোবাইলের দোকান মুদিখানার দোকান আলুর গোডাউন সহ বীরসিংহ বাজারের মোট আটটি দোকানে ক্ষতিগ্রস্ত হয়। দাঁতাল ভেঙে ফেলে একটি তাঁত । পুজোর মুখে এই হাতির হানায় রীতিমত আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায় ।
বন দফতর সূত্রে খবর, বৃহঃস্পতিবার রাতে বন কর্মী ও হুলা পার্টি একযোগে বাঁকুড়ার পাত্রসায়ের এলাকা থেকে সোনামুখীর দিকে হাতির দলকে ড্রাইভ করে নিয়ে যাওয়ার সময় দল থেকে একটি হাতি বেরিয়ে এসে ঢুকে পড়ে বীরসিংহ গ্রামে। হামলা চালায় একের পর এক বাড়িতে। গ্রামের কাপড় বোনার তাঁত রয়েছে সে গুলিতেও ভাংচুর চালায় বলে জানাগেছে।