কবি প্রাবন্ধিক সাংবাদিক সমর সেনের আজ জন্মদিবস
অবতকের শ্রদ্ধাঃ
কবিতায় জোরালো, প্রবন্ধে শান।
সে তো লিখেই চলে চেতনায় বেজে চলে গান।
দুর্ধর্ষ মানুষ সময়ের দ্বারবান।
চিরজীবী সে, তাঁর কাছে দুটি শব্দ হাঁটু মুড়ে বসে— প্রয়াত প্রয়াণ।
ফ্রন্টিয়ারে সমর
তমাল সাহা
ছিলে কবি, ছেড়ে দিলে কবিতা
বাবু বৃত্তান্ত-এ লেখা আছে সেসব অনেক কথা।
দেখলে ঘটনা, ঘটেছে দিগ্বিদিকে চতুর্দিক।
কালির স্রোতে শব্দের উজানে আশ্চর্য সাংবাদিক!
কলম তো থামেনা আর
তুমি তখন ফ্রন্টে দাঁড়িয়ে দুর্ধর্ষ এক ফ্রন্ট্রিয়ার।
কর্মে ও চিন্তায় সাজুজ্য না আনতে পারলে
তুমি বড় জোর চালাতে পারো একটি বিপ্লবী সাপ্তাহিক।
এ জন্যই কি তুমি কবিতা লেখা ছেড়ে দিয়েছিলে, হয়েছিল সময়ের প্রাবন্ধিক?
কত নাম তো ছিল,
খুঁজে পেলে শেষ পর্যন্ত ফ্রন্টিয়ার!
এ নামটাই কেন পছন্দ হলো
হে শ্রমিক কৃষকের ভলান্টিয়ার?
যখন লড়াই চলে, তুমি বলেছিলে
আমরা কিছুতেই নই রাষ্ট্রের হাতে অবরুদ্ধ।
সমর আবার মরে নাকি?সমর মানে তো যুদ্ধ।