অবতাক সংবাদদাতা :- বকেয়া বেতনের দাবিতে সোমবার সকাল থেকে কাজ বন্ধ রেখে বিক্ষোভ দেখাচ্ছে ভাটপাড়া টেলিফোন এক্সচেঞ্জের ঠিকা কর্মীরা। অভিযোগ, ১৯ মাসের বেতন এখনও মেলেনি। তাছাড়া মাসে মাত্র ১৩ দিন কাজ পাচ্ছেন টেলিফোন এক্সচেঞ্জের ঠিকা কর্মীরা। বিক্ষোভকারীদের আরও অভিযোগ, ব্যারকপুর অঞ্চলের মধ্যে ১৩ জন কর্মী আত্মহত্যা করেছেন। অবিলম্বে বেতন না মিললে তারা অনির্দিষ্টকালের জন্য আন্দোলনে সামিল হবেন।