অবতক খবর,২৯ জুলাইঃ শনিবার সকালে বর্ধমান নং ব্লকের বড়শুলের পিএইচই গোডাউনে মজুদ থাকা ক্লোরিনে আগুন ধরে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। মেমারী থেকে দমকল এসে আগুন নেভায়। পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে যান বর্ধমান ২ ব্লকের বিডিও সুবর্ণা মজুমদার। স্থানীয় সূত্রে জানা যায় সকালে দিকে একটু একটু করে ব্লিচিং জাতীয় উগ্র গন্ধ ছড়িয়ে পরছিল বড়শুল এলাকায়।
দুপুর হতে না হতেই হঠাৎ করে করে প্রচুর ধোঁয়া বেরোতে শুরু করে। তারপরেই খোঁজ নিয়ে দেখা যায় পিএইচইর গোডাউনে ভয়াবহ আগুন ধরেছে যেখানে জল পিউরিফিকেশনের জন্য ক্লোরিন মজুত রাখা ছিল। তারপরে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে মেমারির দমকল বাহিনীকে খবর দেওয়া হলে মেমারি থেকে দমকলের একটি ইঞ্জিন আসে ও আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করে। এখন পরিস্থিতি সম্পুর্ন নিয়ন্ত্রণে বলে দমকল সূত্রে জানা গেছে। এই ঘটনায় কেউ আহত কিম্বা অসুস্থ হয় নি।