অবতক খবর,১৬ মার্চ,বনগাঁ, উত্তর ২৪ পরগনা: বুধবার দুপুর ১টা ৪০ মিনিটে বনগাঁ পৌরসভার নবনির্বাচিত কাউন্সিলরা শপথ বাক্য পাঠ করে বনগাঁ পৌরসভা পরিচালন করার অঙ্গীকারবদ্ধ হলেন। শপথ বাক্য পাঠ করান বনগাঁ মহকুমা প্রশাসনের পক্ষ থেকে আধিকারিক সংঘমিত্রা দাস। শপথ গ্রহণ অনুষ্ঠানে সকল কাউন্সিলরাই উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন ৭ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত বিজেপি কাউন্সিলর দেবদাস মন্ডল। পৌরসভার ‘চন্দ্রিকা সেমিনার হল’-এ শপথ বাক্য পাঠ করেন সকল কাউন্সিলরা।
শপথ গ্রহণ অনুষ্ঠানের পরে কাউন্সিলরদের সর্বসম্মতিক্রমে ভোটদানের মাধ্যমে চেয়ারম্যান নির্বাচিত হন গোপাল শেঠ ও ভাইস- চেয়ারম্যান জ্যোৎস্না আঢ্য।
উল্লেখ্য, বনগাঁ পৌরসভার ২২টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস ১৯টি আসনে, কংগ্রেস, বিজেপি ও নির্দল একটি করে আসনে জয়লাভ করে। জয়ী প্রার্থীরা হলেন ১নং ওয়ার্ডের দিপালী বিশ্বাস– তৃণমূল কংগ্রেস, ২নং ওয়ার্ডে শিখা ঘোষ– তৃণমূল কংগ্রেস, ৩নং ওয়ার্ডে গোপাল শেঠ — তৃণমূল কংগ্রেস, ৪নং ওয়ার্ডে জ্যোৎস্না আঢ্য– তৃণমূল কংগ্রেস, ৫নং ওয়ার্ডে দিলীপ মজুমদার– তৃণমূল কংগ্রেস, ৬নং ওয়ার্ডে প্রসেনজিৎ বিশ্বাস– তৃণমূল কংগ্রেস, ৭নং ওয়ার্ডে দেবদাস মন্ডল– বিজেপি, ৮নং ওয়ার্ডে বন্দনা মুন্সী– তৃণমূল কংগ্রেস, ৯নং ওয়ার্ডে বন্দনা দাস কীর্তনীয়া– তৃণমূল কংগ্রেস, ১০নং ওয়ার্ডে কৃষ্ণা রায়– তৃণমূল কংগ্রেস, ১১নং ওয়ার্ডে শম্পা মহন্ত– তৃণমূল কংগ্রেস, ১২নং ওয়ার্ডে হ্যালো টুম্পা রায়– তৃণমূল কংগ্রেস, ১৩নং ওয়ার্ডে মৌসুমী চক্রবর্তী– তৃণমূল কংগ্রেস, ১৪নং ওয়ার্ডে দিলীপ দাস– তৃণমূল কংগ্রেস, ১৫নং ওয়ার্ডে অমিতাভ দাস– তৃণমূল কংগ্রেস, ১৬নং ওয়ার্ডে অভিজিৎ কাপুড়িয়া– তৃণমূল কংগ্রেস, ১৭নং ওয়ার্ডে ঋতুপর্ণা আঢ্য– কংগ্রেস, ১৮নং ওয়ার্ডে চিরঞ্জিত বিশ্বাস– নির্দল, ১৯নং ওয়ার্ডে শর্মিলা দাস বৈরাগী– তৃণমূল কংগ্রেস, ২০নং ওয়ার্ডে নারায়ণ ঘোষ– তৃণমূল কংগ্রেস, ২১নং ওয়ার্ডে সুরজিৎ দাস– তৃণমূল কংগ্রেস, ২২নং ওয়ার্ডে সুকুমার রায়– তৃণমূল কংগ্রেস।